LIC Share Crash: লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) আইপিওর বিনিয়োগকারীরা লোকসানের মুখে পড়েছেন প্রথম থেকেই। প্রায় প্রতিদিনই সেই লোকসানের পরিমাণ বাড়ছে। এরই মধ্যে আজ এলআইসি-র শেয়ার দর ৭০০-র গণ্ডির নিচে নেমে গেল।
1/4উল্লেখ্য, এলআইসির শেয়ারটি ১৭ মে প্রতি শেয়ার ৮৭২ টাকায় বাজারে তালিকাভুক্ত হয়েছিল। এর আগে সরকার এলআইসি-র শেয়ারের ইস্যু মূল্য শেয়ার প্রতি ৯০২-৯৪৯ ব্যান্ডে নির্ধারণ করেছিল। (HT_PRINT)
2/4শেয়ার বাজারে তালিকাভুক্তির পর থেকে এলআইসির স্টক ইস্যু মূল্যের নিচে রয়েছে। এই সময়ের মধ্যে এই সংস্থার প্রতি শেয়ারের দর সর্বনিম্ন ৬৮২ টাকায় নেমেছে। সোমবার BSE-তে এলআইসি-র শেয়ারের দর তিন শতাংশেরও বেশি কমে। পরিসংখ্যান বলছে, এলআইসির স্টক তার আইপিওর দাম থেকে ২৬৭ টাকার বেশি কমেছে। (HT_PRINT)
3/4তালিকাভুক্তির পর থেকে এলআইসি-র মার্কেট ক্যাপিটাল ৬ লক্ষ কোটি টাকা থেকে কমে ৪.৩৬ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে৷ অর্থাৎ এক মাসেরও কম সময়ে এলআইসির বিনিয়োগকারীরা ১.৬৪ লক্ষ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন। (HT_PRINT)
4/4মনে করা হচ্ছে এলআইসি-র আইপিও অ্যাঙ্কর ইনভেস্টারদের লক ইন পিরিয়ড শেষ হওয়ার কারণেই এই সংস্থার শেয়ার দর আরও হুড়মুড়িয়ে পড়ছে। এতদিন লোকসানের মুখে পড়লেও শেয়ার বিক্রি করতে পারছিলেন না ‘অ্যাঙ্কর’ বিনিয়োগকারীরা। তবে তাঁদের লক ইন পিরিয়ড শেষ হতেই শেয়ার বিক্রির হিড়িক লেগেছে। যার জেরে দাম কমেছে এলআইসি শেয়ারের। (HT_PRINT)