LIC Share Price Drops: লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) আইপিওর বিনিয়োগকারীরা লোকসানের মুখে পড়েছেন। প্রায় প্রতিদিনই সেই লোকসানের পরিমাণ বাড়ছে। এরই মধ্যে সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি এসেছে।
1/4ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টের (ডিআইপিএএম) সচিব তুহিন কান্ত পাণ্ডে বলেছেন, সরকার এলআইসির স্টকের পতন নিয়ে উদ্বিগ্ন৷ (AFP)
2/4তুহিন কান্ত পাণ্ডে আরও দাবি করেন, এই পতন সাময়িক। তাঁর মতে, এলআইসির ব্যবস্থাপনা এই সমস্ত দিকগুলি দেখবে এবং শেয়ারহোল্ডারদের জন্য মূল্য তৈরি করবে। উল্লেখ্য, এলআইসির শেয়ারটি ১৭ মে প্রতি শেয়ার ৮৭২ টাকায় বাজারে তালিকাভুক্ত হয়েছিল। এর আগে সরকার এলআইসি-র শেয়ারের ইস্যু মূল্য শেয়ার প্রতি ৯০২-৯৪৯ ব্যান্ডে নির্ধারণ করেছিল। (AFP)
3/4শেয়ার বাজারে তালিকাভুক্তির পর থেকে এলআইসির স্টক ইস্যু মূল্যের নিচে রয়েছে। এই সময়ের মধ্যে এই সংস্থার প্রতি শেয়ারের দর সর্বনিম্ন ৭০৮.৭০ টাকায় নেমেছে। শুক্রবার BSE-তে এলআইসি-র শেয়ারের দর ৭০৯.৭০ টাকা হয়। (AFP)
4/4তালিকাভুক্তির পর থেকে এলআইসি-র মার্কেট ক্যাপিটাল ৬ লক্ষ কোটি টাকা থেকে কমে ৪.৪৮ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে৷ অর্থাৎ এক মাসেরও কম সময়ে এলআইসির বিনিয়োগকারীরা ১.৫২ লক্ষ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন। (AFP)