এমনিতেই হু-হু করে পড়ছিল এলআইসি-র শেয়ার। তার উপর চলতি সপ্তাহের শুরুতে সোমবার, LIC মার্চ ২০২২-এ শেষ হওয়া চতুর্থ ত্রৈমাসিকে কম লাভের কথা জানায়। এরপরেই আরও পতন হয়।
1/5লিস্টিংয়ের পর থেকে সর্বনিম্ন স্তরে নেমে এল LIC-র শেয়ার। শুক্রবার BSE-তে ৮০০ টাকায় নেমে এল বিমা সংস্থার শেয়ার দর। ইস্যু প্রাইসের তুলনায় যা প্রায় ১৫% কম। ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা/পিটিআই (HT Bangla/PTI)
2/5গত ১৭ মে, ২০২২-এ শেয়ার বাজারে LIC-র তালিকাভুক্তি হয়েছিল। আইপিও-তে ইক্যুইটি প্রতি ৯৪৯ টাকা দর রাখা হয়েছিল। এদিকে প্রাথমিক লিস্টিং হয়েছিল ৮৬৭ টাকায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) (HT Bangla/PTI)
3/5এমনিতেই হু-হু করে পড়ছিল এলআইসি-র শেয়ার। তার উপর চলতি সপ্তাহের শুরুতে সোমবার, LIC মার্চ ২০২২-এ শেষ হওয়া চতুর্থ ত্রৈমাসিকে লাভ কমার কথা জানায়। এরপরেই আরও পতন হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (HT Bangla/PTI)
5/5কেন্দ্র সরকার প্রাথমিক পাবলিক অফার (IPO)-র মাধ্যমে এলআইসি-তে তার ৩.৫% অংশীদারিত্ব কমিয়ে ২০,৫৫৭ কোটি টাকা তোলে। ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla/PTI)