বর্ষায় জল পেলে গাছ বাড়ে তরতরিয়ে। তবে গাছের স্বাস্থ্য ভালো রাখতে এইসময় আরও বিশেষ কিছু দিকও আপনাকে মাথায় রাখতে হবে। দেখে নিন চট করে।
1/5বর্ষার জল গাছের বৃদ্ধিতে খুব উপকারি। তবে একটা কথা মাথায় রাখতেই হবে যে এই সময় গাছের একটু বেশিই যত্ন নিতে হবে। বিশেষ করে ব্যালকনিতে থাকা গাছের। ছাদের বাগানের থেকে কিন্তু ব্যালকনির বাগানের দেখভাল আলাদা হয়। একটু বিশেষ নজর দিতে হয়। চলুন জেনে নেই কী কী করবেন বর্ষাকালে।
2/5মনে রাখবেন ছাদের মতো সরাসরি রোদ ব্যালকনিতে থাকা গাছ পায় না। তারওপর বর্ষাকালে তাপমাত্রাও অতটা বেশি থাকে না। ফলে মাটি শুকোতে সময় লাগে। তাই গাছে জল দেওয়ার আগে দেখে নিন মাটি কতটা ভেজা। মাটিতে এক থেকে দু'কর আঙুল দেখিয়ে দেখুন কতটা ভেজা। যদি দেখেন আঙুলে মাটি না লাগছে, তাহলেই জল দিন।
3/5অনেকেই গাছে খোল পচা জল দেন খাবার হিসেবে। তবে বর্ষায় এই ভুল করবেন না। বিশেষ করে ইনডোর প্ল্যান্টে এই ধরনের সার না দেওয়াই ভালো। মিশ্র প্রাকৃতিক সার বা রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। কোন গাছে কোন সার দেবেন বুঝতে না পারলে প্রয়োগ করুন এনপিকে ১৯-১৯-১৯।
4/5ইনডোর প্লান্টসের মধ্যে জনপ্রিয় গাছগুলো হলো পাতাবাহার, মানিপ্লান্ট, অ্যালোভেরা, পামট্রি, ক্যাকটাস, মনেস্টেরা, মেরিন্ডা, সিলভার কুইন, ড্রেসিনা, স্পাইডার প্লান্টস, অ্যানথুরিয়াম, আইভি লতা, রবার প্ল্যান্ট, বনসাই ইত্যাদি। আবার একদম ছায়া থাকে কিন্তু রোদ আসে এরকম জায়গা বাড়িতে থাকলে লাগাতে পারেন অর্কিড ও ক্রিপারজাতীয় গাছ।
5/5ব্যালকনিতে সাধারণত খুব সৌখিন গাছ রাখা হয়। তাই এই গাছগুলোর যত্নে কোনও গাফিলতি হলেই মুশকিল। এই ধরনের গাছের টবে জল জমে থাকতে দেওয়া যাবে না। প্রতি সপ্তাহে অন্তত এক দিন টবের মাটি খুঁড়ে আলগা করে দিতে হবে। পাতার ধুলা ময়লা দূর করতে প্রতি পনের দিন পর স্প্রে করতে হবে। মুছে দিতে হবে শুকনো সুতির কাপড় দিয়ে। নিয়ম করে স্প্রে করতে হবে কীটনাশক আর ছত্রাকনাশক।