শীতে নির্জীব ত্বকে লাবণ্য ফেরাতে কিন্তু যাদুর মতো কাজ করে গ্লিসারিনও। তবে সঠিক উপায়ে তা ব্যবহার করা প্রয়োজন। দেখে নেওয়া যাক, কীভাবে গ্লিসারিন ব্যবহার করলে ত্বক থাকে জেল্লাদার।
1/5শীতের শুষ্কতার মাঝে ত্বকের যত্ন খুবই জরুরি। শীতে ত্বকে জেল্লা আনতে বহু প্রসাধনী বাজারে পাওয়া যায়। সাধারণত অনেকেই এই সময়ে ত্বকের যত্নে নির্ভর করেন নানান ধরনের ক্রিমের ওপর। নির্জীব ত্বকে লাবণ্য ফেরাতে কিন্তু যাদুর মতো কাজ করে গ্লিসারিনও। তবে সঠিক উপায়ে তা ব্যবহার করা প্রয়োজন। দেখে নেওয়া যাক, কীভাবে গ্লিসারিন ব্যবহার করলে ত্বক থাকে জেল্লাদার।
2/5গোলাপ জলের সঙ্গে- অর্ধেক গোলাপজলের সঙ্গে মিশিয়ে নিন গ্লিসারিন। আর তা স্নানের আগে প্রয়োজন মতো লাগিয়ে নিন। ত্বক হবে জেল্লাদার। আসবে মোলায়েম সুন্দর ত্বক।
3/5ফেসওয়াশ রিমুভার- গ্লিসারিনকে ফেসওয়াশ রিমুবার হিসাবেও ব্যবহার করা যায়। একটি কটন বল-এ গ্লিসারিন নিয়ে তা মুখে লাগিয়ে নিন ফেসওয়াশ রিমুভার হিসাবে। এতে মিলবে নানান উপকার। এর ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন, পাবেন কাঙ্খিত উপকার। ছবি: পিক্সাবে
4/5লেবুর রসের সঙ্গে- গ্লিসারিনে ফেলে দিন ২ ফোঁটা লেবুর রস। তা মুখে লাগিয়ে নিন। খানিক বাদে তা ধুয়ে ফেলুন। এরপর লাগান মধু। তারপর তা ২০ মিনিট রেখে তা ধুয়ে ফেলুন। ত্বকে যে জেল্লা আসবে, তা আপনি নিজে বুঝতে পারবেন। এতে ত্বকে থাকা ব্যাক্টেরিয়াও চলে যায়।
5/5মধুর সঙ্গে- মধুর সঙ্গে মিশিয়ে নিন সামান্য গ্লিসারিন। দুই চামচ গ্লিসারিন নিলে, তাতে আধ চামচ মধু দিন। এই মিশ্রণ মুখে খানিকটা লাগিয়ে তারপর জল দিয়ে ধুয়ে নিন। ত্বকের উজ্জ্বলতার ফারাক আপনি নিজে বুঝতে পারবেন।