বাংলা নিউজ >
ছবিঘর >
টুকিটাকি >
Friendship Day 2022: রাত পোহালেই ৭ অগস্ট ফ্রেন্ডশিপ ডে! বন্ধুকে ঝটপট পাঠিয়ে দিন এই মেসেজগুলি
Friendship Day 2022: রাত পোহালেই ৭ অগস্ট ফ্রেন্ডশিপ ডে! বন্ধুকে ঝটপট পাঠিয়ে দিন এই মেসেজগুলি
Updated: 06 Aug 2022, 07:50 PM IST
লেখক Sritama Mitra
এক নজরে দেখে নেওয়া যাক, বিশেষ বন্ধুত্ব দিবসে ৭ অগস...
more
এক নজরে দেখে নেওয়া যাক, বিশেষ বন্ধুত্ব দিবসে ৭ অগস্ট কী কী মেসেজ পাঠানো যাবে, তা দেখে নেওয়া যাক। ৬ অগাস্ট রাতে ঘড়ির কাঁটা ১২ টা পার হতেই এই মেসেজগুলি পাঠাতে পারেন বন্ধুদের।
1/9ফ্রেন্ডশিপ ডে সম্পর্কে তথ্য- প্রতি বছরই অগাস্ট মাসের আশপাশে পালিত হয় ফ্রেন্ডশিপ ডে বা বন্ধুত্ব দিবস। রাষ্ট্রসংঘ ৩০ জুলাই তারিখটিকে আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ ডে হিসাবে ঘোষণা করেছে। তবে, ভারতে অগাস্ট মাসের প্রথম রবিবারকে বন্ধুত্ব দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। আর সেই অনুযায়ী ২০২২ সালে ৭ অগস্ট পালিত হতে চলেছে বন্ধুত্ব দিবস।
2/9বন্ধুত্ব দিবসের ইতিহাস- হলমার্ক কার্ডসের হাত ধরে এই বন্ধুত্বের বিশেষ দিবস বিশ্ব জুড়ে জনপ্রিয়তা পেয়েছে। হলমার্ক কার্ডসের প্রতিষ্ঠাতা প্যারাগুয়ের ক্ল্যায়েড হল ১৯৫৮ সালে এই দিনের সূচনা করেন। সেই সময় থেকেই বন্ধুত্বের বিশেষ একটি দিন ধার্য করা হয়।
3/9এক নজরে দেখে নেওয়া যাক, বিশেষ বন্ধুত্ব দিবসে ৭ অগাস্ট কী কী মেসেজ পাঠানো যাবে, তা দেখে নেওয়া যাক। ৬ অগাস্ট রাতে ঘড়ির কাঁটা ১২ টা পার হতেই এই মেসেজগুলি পাঠাতে পারেন বন্ধুদের।
4/9- সেই সমস্ত বন্ধুদের সঙ্গে রেখো চিরকাল যাঁরা তোমার বলার আগেই তোমার মনের কথা শুনে নিয়েছে।
5/9-বন্ধুত্বের কোনও মাপকাঠি হয় না, তাই বাবা-মা, ভাই-বোন কিম্বা প্রেমিক-প্রেমিকার সম্পর্কে সবচেয়ে আগে প্রয়োজন বন্ধুত্ব ধরে রাখা।
6/9-একসঙ্গে গুনগুনিয়ে গান গাওয়া, অভিমানের সুরে ৪ দিন কথা বন্ধ রাখা, দুষ্টুমিতে সমান সঙ্গ দেওয়া, আর আবেগে একসঙ্গে ভেসে গিয়ে গলায় গলায় জড়িয়ে থাকাই বন্ধুত্ব।
7/9-কোনও লেনদেন নয়, চাওয়া পাওয়া নয়, বন্ধুত্ব এমন এক সম্পর্ক যা অন্তত দুজন একসঙ্গে থাকলেই আর কিচ্ছুটি লাগে না!
8/9-জীবনের রেসিপিতে সবচেয়ে জরুরি উপাদান হল বন্ধুত্ব,... তাই যাঁর সঙ্গে বিরিয়ানির আলু শেয়ার করা যায় সেই প্রকৃত বন্ধু!
9/9- বন্ধু সেই হয়, তোমার সমস্ত খারাপটা জেনে , সহ্য করেও যে তোমায় ভালবাসে।