চুল সুন্দর রাখতে চুলে তেল লাগানোর গোপন কিছু উপায়ও ... more
চুল সুন্দর রাখতে চুলে তেল লাগানোর গোপন কিছু উপায়ও রয়েছে। চুলে তেল লাগানোর সময় এই কয়েকটি ভুল না করলেই তার জেল্লা আলাদা হয়। সহজে ঝড়ে পড়েনা চুল।
1/7চুলের জেল্লা যত ফুটে বেরিয়ে আসে, ততই রূপের লাবণ্যও ধরা দেয়। ঘন কালো চুল অনেকেরই স্বপ্ন! তবে চুলের বহু পরিচর্যা করেও চুলকে অনেকেই সেই কাঙ্খিত জেল্লা দিতে পারেন না। বলা হয়, চুলে তেল লাগালে তা আলাদা করে চুলকে মজবুত করে। তবে জানেন কি, চুলে তেল লাগানোরও কিছু নিয়ম রয়েছে।
2/7চুলে শুধু তেল লাগিয়ে শ্যাম্পু করে নিলেই যে চুলের রূপ সৌন্দর্য বেড়ে যাবে তা কিন্তু নয়! চুল সুন্দর রাখতে চুলে তেল লাগানোর গোপন কিছু উপায়ও রয়েছে। চুলে তেল লাগানোর সময় এই কয়েকটি ভুল না করলেই তার জেল্লা আলাদা হয়।
3/7চুলে তেল দিয়েই চিরুনি- অনেকেই চুলে তেল লাগিয়ে সঙ্গে সঙ্গে তা আঁচড়ে নেন। এতে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই মনে করেন এতে চুলের জট কাটিয়ে তোলা যায়। তবে তার থেকেও বেশি বিপদ এতে চুলের জন্য ডেকে আনা হয়।
4/7তেল মেখে সারারাত রেখে দেওয়া- চুলে অনেকেই রাতে শোবার আগে তেল মেখে শুতে পছন্দ করেন। মনে করা হয়, সারা রাত চুল তেলে থাকলে তা তাজা হবে! তবে তা হয় না। বিশেষজ্ঞরা বলছেন, এতে চুলের গোড়ায় সমস্যা হয়। বলা হচ্ছে, চুলে তেল দিয়ে বেশিক্ষণ না রাখা ভাল।
5/7ভিজে চুলে তেল- অনেকেই বহু সময় ভিজে চুলে তেল দিয়ে ফেলেন। এতে চুল আরও বেশি পড়ে যায়। ফলে চুল শুকিয়ে নিয়ে তবেই তাতে তেল দিলে তা পড়ে যায়না।
6/7অনেক বেশি তেল লাগাবেন না- অনেকেই মনে করেন চুলে অনেক বেশি তেল দিলে তা ভাল। তবে আদৌ তা নয়। বিশেষজ্ঞরা বলছেন, চুলে অল্প দিয়ে মাসাজ করা জরুরি। আর তা শ্যাম্পু করার ২ ঘণ্টা আগে থেকে শুরু করা উচিত।
7/7তেল মেখে চুল টেনে বাঁধবেন না- মাথায় তেল মালিশ করার পর থেকে আপনার স্ক্যাল্পের হেয়ার ফলিকল দুর্বল হয়ে পড়ে। তখন টেনে চুল বাঁধলে, তা সহজে ঝরে পড়ে যায়। ফলে এই ভুলটি করাও ঠিক নয়।