চুলে তেল দেওয়ার সময় কোন কোন জিনিস মাথায় রাখবেন জানুন বিশেষজ্ঞদের থেকে।
1/6চুলের স্বাস্থ্য ভালো রাখতে অনেকেরই নিয়মিত মাথায় তেল দেওয়ার অভ্যেস থাকে। তবে চুলে তেল দেওয়ার সময় কিছু বিষয় মাথা রাখা দরকার। Dr. Suvina Attavari ‘এইচটি লাইফস্টাইল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে শেয়ার করে নেন এই দরকারি বিষয়গুলো। যা চুল পড়া কমাবে, চুলের বৃদ্ধিতে সাহায্য করবে। তবে ঠিকমতো তেল না দিলে কিন্তু হিতে বিপরীত হতে পারে।
2/6অনেকেই চুলে তেল দেওয়ার পরে খুব শক্ত হাতে মাথায় ম্যাসাজ করেন। যার ফলে ক্ষতি হয় চুলের এমনকী হেয়ার ব্রেকেজও হতে পারে। মাথায় তেল দেওয়ার পর হালকা হাতে ৫ মিনিট ম্যাসাজ করাই যথেষ্ট।
3/6অনেকেই আছেন যারা চুলে তেল দেওয়ার পর খুব শক্ত করে চুলে বেনি করেন বা খোঁপা। এর থেকেও হেয়ার ব্রেকেজ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ চুলে যখন তেল দেওয়া হয় তখন তা বেশি ভঙ্গুর থাকে। এমনকী স্প্লিট এন্ডসও হয়ে থাকে।
4/6একেবারেই চুলে অনেকটা তেল ঢেলে দেবেন না। বরং একটু একটু করে তেল নিয়ে তা স্ক্যাল্পে ম্যাসাজ করুন। বেশি তেল দেওয়া মানেই আপনাকে তা পরিষ্কার করতে বেশি শ্যাম্পু দিতে হবে। আর যার ফলে আপনার চুলের স্বাভাবিক তেলও ধুয়ে যাবে। তাই ২/৩ ঘণ্টা চুলে তেল রাখুন। তবে যাদের ড্রাই হেয়ার তাঁরা সারা রাত চুলে তেল রাখতে পারেন। একইসঙ্গে ভেজা চুলে কখনও তেল লাগাবেন না।
5/6চুলে সবসময় তেল গরম করে দেওয়ার চেষ্টা করুন। এতে তা খুব সহজেই স্ক্যাল্পে প্রবেশ করতে পারে। রক্ত চলাচল ভালো থাকে। সঙ্গে এটি চুল নরম রাখতেও সাহায্য করবে।
6/6তেলা চুলে বেশি সময় না থাকাই ভালো। কারণ মাথায় জমা তেল ধুলোময়লা টেনে আনে। ফলে চুল পড়া আরও বেড়ে যায়। তাই সবচেয়ে ভালো হয় মাথায় তেল দেওয়ার ৩-৪ ঘণ্টা পরে শ্যাম্পু করে নিলে। খুব বেশি হলে ১০-১১ ঘণ্টা রাখুন, তার বেশি না।