Happy Independence Day 2022 Wishes: স্বাধীনতার ৭৫ ... more
Happy Independence Day 2022 Wishes: স্বাধীনতার ৭৫ - আজ ৭৫ বছরে পা দিল স্বাধীন ভারত। ১৯৪৭ সালের ১৫ অগস্ট গুটিগুটি পায়ে যে যাত্রাটা শুরু হয়েছিল, তা আজ আরও একটা বৃত্ত সম্পূর্ণ করল। এবার স্বাধীনতা দিবসের সকাল-সকাল নিজের প্রিয়জনদের শুভেচ্ছা জানিয়ে ফেলুন। সেরকমই কয়েকটি মেসেজ দেখে নিন -
1/9৭৬ তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। শুভ স্বাধীনতা দিবস ২০২২। (ছবি সৌজন্যে এএনআই)
2/9আমাদের পূর্বপুরুষরা সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা এনেছিলেন। স্বাধীনতা দিবসে তাঁদের বীরত্ব-সাহসিকতাকে সেলাম জানাই। আমাদের তেরঙা সর্বদা সবথেকে উঁচুতে পতপত করে উড়ছে। শুভ স্বাধীনতা দিবস ২০২২। (ছবি সৌজন্যে, কেশব সিং/হিন্দুস্তান টাইমস)
3/9এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি - শুভ স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। (ছবি সৌজন্যে পিটিআই)
4/9ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। শুভ স্বাধীনতা দিবস ২০২০। (ছবি সৌজন্যে এএনআই)
5/9দেশের পরাধীনতার গ্লানি দূর করতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন অসংখ্য বিপ্লবী। পরোয়া করেননি নিজেদের জীবনের। চোখে একটাই স্বপ্ন ছিল - দেশকে স্বাধীন করা। স্বাধীনতা দিবসে সেইসব মহান বিপ্লবীদের নতমস্তকে প্রণাম ও শ্রদ্ধা জানাতে চাই। শুভ স্বাধীনতা দিবস ২০২২। (ছবি সৌজন্যে পিটিআই)
6/9জন্মেছি এই দেশে...৭৬ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। (ছবি সৌজন্যে পিটিআই)
7/9My love for my nation is boundless. My love for my people is endless. All I desire for my country is happiness. Let me be the first person to wish you a special Happy Independence Day 2022. (ছবি সৌজন্যে, প্রতীক ছোড়গে/হিন্দুস্তান টাইমস)
8/9Our forefathers taught us to keep our heads high. Let us live our lives with dignity and have the will to protect the peace and essence of our nation. Happy Independence Day.
9/9This Independence Day, let's take a pledge to protect the peace, diversity, harmony, and unity of our great nation. Happy Independence Day.