How save yourself from snakes: সদ্য নয়ডার এক সোসা... more
How save yourself from snakes: সদ্য নয়ডার এক সোসাইটিতে এক মাসে ৫৯ টি সাপ বেরোনোর ঘটনা ঘটে গিয়েছে। এই সাপগুলির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক কোবরাই দেখা গিয়েছে। ছত্তিশগড়েও একটি বাড়ির দেওয়াল ভাঙতেই ডজনেরও বেশি সাপ বেরিয়ে আসে। বাড়িতে সাপের এমন উপদ্রব দেখা দিলে কী কী করণীয় দেখে নেওয়া যাক।
1/7বর্ষা মানেই আকাশ কালো করে আসা মেঘ দেখে যেমন তৃপ্তি, তেমনই আবার বিভিন্ন রোগ, জ্বালার ভয়ও রয়েছে এই মরশুমে। ছাদ ভরা গাছের টবে বৃষ্টির ফোঁটা দেখার মজা যেমন বর্ষায় রয়েছে, তেমনই আবার সেই টবের ফাঁকে লুকিয়ে থাকা সাপও কিন্তি আতঙ্কের সঞ্চার করে থাকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/7সদ্য নয়ডার এক সোসাইটিতে এক মাসে ৫৯ টি সাপ বেরোনোর ঘটনা ঘটে গিয়েছে। এই সাপগুলির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক কোবরাই দেখা গিয়েছে। ছত্তিশগড়েও একটি বাড়ির দেওয়াল ভাঙতেই ডজনেরও বেশি সাপ বেরিয়ে আসে। বাড়িতে সাপের এমন উপদ্রব দেখা দিলে কী কী করণীয় দেখে নেওয়া যাক।
3/7কার্বলিক অ্যাসিড: সাপ তাড়ানোর মোক্ষম অস্ত্র হল কার্বলিক অ্যাসিড। বাড়ির আশপাশে যদি কার্বলিক অ্যাসিড ছড়িয়ে নিতে পারেন, তাহলে সাপের আনাগোনা কমতে পারে। এছাড়াও বলা হয় অন্ধকারে পায়ের আওয়াজ করে চললে এই সাপের আনাগোনা কমতে থাকে।
4/7সালফার গুঁড়ো: কার্বলিক অ্যাসিড যদি হাতের কাছে না পান, তাহলে সাপের আনাগোনার ওই জায়গায় ছড়িয়ে দিন সালফারের গুঁড়ো। এতেই চলে যাবে সাপ। সালফারের গুঁড়ো সাপের চামড়ায় জ্বালা ধরিয়ে দেয়। ফলে সাপ সেদিকে খুব একটা এগিয়ে যায় না।
5/7রসুন: বাড়িতে যদি কার্বলিক অ্যাসিড না থাকে, তাহলে বাড়ির আশপাশে ছড়িয়ে দিতে পারেন থেঁতো করা রসুন। রসুন বেঁটে নিয়ে তার সঙ্গে সরষের তেল মিশিয়ে নিন। তা রেখে দিন একদিন। সেই মিশ্রণ বাড়ির চারপাশে ছিটিয়ে দিন।
6/7ন্যাপথালিন: হাতের কাছে কার্বলিক অ্যাসিড না পেলও ন্যাপথলিন গুঁড়ো করে দিতে পারেন। এতে সাপ দূরে চলে যায়। এছাড়াও বাড়ির আশপাশে যদি জলা জায়গা থাকে, বা অনেকদিন কোথাও জল জমে থাকে, সেখানে একটু ভিনিগার ছড়িয়ে দিতে পারেন। তাহলে সাপ সেই জায়গায় লুকিয়ে থাকলে সরে যাবে।
7/7লেবু,গোল মরিচ: গোল মরিচ বা লঙ্কার গুঁড়ো আর লেবুর রস মিশিয়ে নিয়ে তা ছড়িয়ে দিতে পারেন আশপাশে। এতে সাপ সেই রাস্তা ধরে আসে না বলে দাবি বহু বিশেষজ্ঞের। এছাড়াও বাড়ির পচে যাওয়া পেঁয়াজ বেটে তা আশপাশে ছড়িয়ে দিতে পারেন। সতেজ পেঁয়াজও এক্ষেত্রে খুবই কার্যকরি।