বাংলা নিউজ >
ছবিঘর >
টুকিটাকি >
Menstrual Leave: মহিলাদের ঋতুচক্রকালীন ছুটি কি ভারতে খুব শিগগির আসছে? বিশ্বে কোন কোন দেশে এই ছুটি স্বীকৃত!
Menstrual Leave: মহিলাদের ঋতুচক্রকালীন ছুটি কি ভারতে খুব শিগগির আসছে? বিশ্বে কোন কোন দেশে এই ছুটি স্বীকৃত!
Updated: 06 Aug 2022, 03:39 PM IST
লেখক Sritama Mitra
ঋতুচক্রকালীন ছুটি ভারতে দেওয়া হবে কি না সরকারী কর্...
more
ঋতুচক্রকালীন ছুটি ভারতে দেওয়া হবে কি না সরকারী কর্মচারিদের, তা নিয়ে উঠেছে প্রশ্ন। যার জবাবে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, আপাতত ঋতুচক্রের জন্য সরকারি কর্মীদের ছুটি দেওয়ার বিষয়টি নিয়ে কোনও বিবেচনা করা হয়নি।
1/5পিরিয়ডের সময় মহিলারা কি অফিস কিম্বা কর্মস্থলে ছুটি পেতে চলেছেন? ঋতুচক্রকালীন ছুটি কি ভারতে এবার কার্যকর হবে? এই বিতর্ক ভারতে বহুদিনের। সদ্য গত শুক্রবার এই প্রশ্ন করা হয়েছিল কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানিকে। প্রশ্ন উঠেছিল যে, ২০১৭ সালের মেনস্ট্রুয়েশন বেনিফিট বিল কার্যকর করার বিষয়ে কী ভাবছে সরকার?
2/5ঋতুচক্রকালীন ছুটি ভারতে দেওয়া হবে কি না সরকারী কর্মচারিদের, তা নিয়ে উঠেছে প্রশ্ন। যার জবাবে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, আপাতত ঋতুচক্রের জন্য সরকারি কর্মীদের ছুটি দেওয়ার বিষয়টি নিয়ে কোনও বিবেচনা করা হয়নি।
3/5একই সঙ্গে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন, সেন্ট্রাল সিভিল সার্ভিসেস লিভ রুল অনুযায়ী কোনও এমন ধরনের ছুটির প্রস্তাবনা নেই, তবে তবে সরকারি মহিলা কর্মীদের অন্যান্য ছুটির জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা রয়েছে, রয়েছে অন্যান্য বহু ধরনের ছুটি। ছবি সৌজন্য (HT File Photo)
4/5মেনস্টুয়াল লিভ ভারতে কার্যকর না হলেও বিশ্বের বহু দেশে তা কার্যকর হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এই মেনস্টুয়াল লিভ কার্যকর হয়েছে। ইন্দোনেশিয়া, জাপান, সাউথ কোরিয়া, তাইওয়ানের মতো দেশে এই বিশেষ ধরনের ছুটি কার্যকর করা হয়েছে। আফ্রিকার জাম্বিয়াতেও রয়েছে এই ছুটির সরকারি অনুমোদন। (ফাইল ছবি)
5/5উল্লেখ্য, জাপানে গত ৭০ বছর ধরে এই আইন কার্যকর রয়েছে। যেখানে পিরিয়ডের সময়ে 'মেনস্টুয়াল লিভ' বা ঋতুচক্রকালীন ছুটি কার্যকর রয়েছে। সেদেশে ১৯৪৭ সালে 'লেবার স্ট্যান্ডার্ড ল' এর আর্টিক্যাল ৬৮ এর আওতায় এই আইন সিদ্ধ রয়েছে। দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী, যদি কোনও মহিলা মেনস্টুয়াল লিভ না নেন, তাহলে তিনি সেই দিন কাজ করার জন্য বাড়তি বেতন পাবেন।