Bollywood Celebs real Name: বলিউডে পা রাখার আগেই নিজেদের নাম পরিবর্তন করেছেন একাধিক তারকা। বলিউডে সাফল্য পেতে অনেক অভিনেতাই তাঁদের নাম পরিবর্তন করেছেন। সেসব অভিনেতাদের আসল নাম কি জানেন?
1/8বিশ্বের বিভিন্ন দেশের বিনোদন জগতের তারকারা বাবা-মায়ের দেওয়া নামকে আড়াল করে নতুন নামে কেরিয়ার শুরু করেন। বলিউডেও এর ব্যতিক্রম ঘটেনি। এমনই একাধিক তারকা রয়েছেন বলিউডে, দেখুন-
2/8বলিউড অভিনেতা সাইফ আলি খানের আসল নাম সাজিদ আলি খান পতৌদি। করিনা কাপুর খানকে বিয়ের পর অভিনেতার আসল নাম প্রকাশ পায়।
3/8অমিতাভ বচ্চনের আসল নাম ছিল 'ইনকালব শ্রীবাস্তব'। যদিও পরে তা পরিবর্তন করে অমিতাভ বচ্চন নাম করেছেন।
4/8রাজকুমার রাওয়ের আসল নাম রাজকুমার যাদব। বিনোদন জগতে প্রবেশের পর তিনি তার পদবি পরিবর্তন করেন। যাদব এবং রাও হরিয়ানা রাজ্যের একই পরিবারের নাম, যেখানে অভিনেতা জন্মগ্রহণ করেছিলেন।
5/8কিয়ারা আডবানির আসল নাম ছিল আলিয়া আডবানি। বিনোদন জগতে প্রবেশের পর, সলমন খানের পরামর্শে তিনি তাঁর নাম পরিবর্তন করে কিয়ারা আডবানি রাখেন।
6/8বলিউড অভিনেতা অক্ষয় কুমারের আসল নাম রাজীব হরিওম ভাটিয়া। প্রথম ছবিতে অক্ষয়ের পর্দার চরিত্রের নাম ছিল 'অক্ষয়', যা তিনি বাস্তব জীবনেও গ্রহণ করেন।
7/8লেডি সুপারস্টার নয়নতারার জন্ম খ্রিস্টান পরিবারে। তাঁর নাম ছিল ডায়ানা মারিয়াম কুরিয়ান। হিন্দু ধর্ম গ্রহণ করে নিজের নাম পরিবর্তন করে নয়নতারা রাখেন তিনি।
8/8কার্তিক আরিয়ানের পুরো নাম কার্তিক আরিয়ান তিওয়ারি। বলিউডে পা রাখার পর পদবি থেকে তিওয়ারিটা বাদ দিয়েছেন অভিনেতা। শুধুমাত্র কার্তিক আরিয়ান নামটি ব্যবহার করতে শুরু করেন।