Anemia symptoms: অ্যানিমিয়ার এই লক্ষণগুলি এড়িয়ে যাচ্ছেন না তো? এই লক্ষণগুলি অনেকেই এড়িয়ে যান। আপনি সাবধান তো?
1/5অ্যানিমিয়া বা রক্তাল্পতা হলে শরীরে বেশ কয়েকটি লক্ষণ দেখা দেয়। অনেকেই সেই লক্ষণগুলি এড়িয়ে যান। এর ফলে বিপদ বাড়ে। যেকোনও সময় বড়সড় দুর্ঘটনার ঘটার ঝুঁকি থাকে। (Freepik)
2/5ক্লান্তি অনুভব করা: প্রচন্ড ক্লান্ত অনুভব করা অ্যানিমিয়ার বড় লক্ষণ। এই ক্ষেত্রে অল্প কাজ করেই দুর্বল হয়ে পড়া, ঝিমিয়ে পড়ার মতো লক্ষণ দেখা যায়। (Freepik)
3/5হৃদস্পন্দন বেড়ে যায়: অ্যানিমিয়ার আরেকটি বড় লক্ষণ হল হৃদস্পন্দন বেড়ে যাওয়া। শরীরে রক্ত কমে গেলে বুকের ধুকপুকানি বেড়ে যায় হঠাৎ করেই। (Freepik)
4/5শ্বাসের সমস্যা: শ্বাস নিতে অসুবিধা হচ্ছে? যতটা শ্বাস নেওয়ার কথা, ততটা শ্বাস নিতে পারছেন না। মনে হচ্ছে শ্বাস নিতে কিছুতে বাধা হচ্ছে? অ্যানিমিয়ার অন্যতম বড় লক্ষণ এটি। (Freepik)
5/5রক্তাল্পতার সমস্যা মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যেতে পারে। ঋতুস্রাবের সময় অনেকটাই রক্তক্ষরণ হয়। এর থেকে রক্তাল্পতার ঝুঁকি বেড়ে যায়। (Freepik)