Dol Holi 2023: কয়েকদিন বাদেই দোল আর হোলির উৎসব। এই দিন মদ বা ভাং খান অনেকেই। এর সঙ্গ কোন কোন খাবার খাবেন না, জেনে নিন।
1/6আর কয়েকদিন বাদেই দোল, হোলিতে মেতে উঠবেন সবাই। এই দিন প্রিয়জনদের রং মাখানোর পাশাপাশি জমিয়ে খাওয়াদাওয়াও চলে। দোলে অনেকে মদ বা ভাং খেয়েও নেশা করেন। কিন্তু এই পানীয়টি খেলে কোন কোন খাবার খাবেন না তা জানেন? রইল বিশেষজ্ঞদের পরামর্শ। (Wikipedia)
2/6অনেকেই এই গরমে ঠান্ডা বিয়ার খেতে ভালোবাসেন। কিন্তু এগুলি খাওয়ার পর রুটি বা নান খাবেন না। এর মধ্যে ঈস্ট থাকে। এতে খাবার হজম হয় না। (Wikipedia)
3/6সিঙাড়া, পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি মদের সঙ্গে রাখবেন না। এগুলিতে নুন বেশি থাকে। যাতে পেট আর লিভারের উপর চাপ বেড়ে যায়। তখন শরীর খারাপ হতে পারে। (Wikipedia)
4/6অ্যালকোহলের সঙ্গে অনেকেই জমিয়ে পিৎজা খান। এতে নিজের কত বড় ক্ষতি করছেন জানেন না। পিৎজার উপাদানের জন্য পেট অ্যাসিডিটি বেড়ে যায়। প্রচন্ড পেট খারাপ হতে পারে। (Wikipedia)
5/6মদের সঙ্গে চকোলেট বা কফিজাতীয় খাবার খাওয়া কি ঠিক? বিশেষজ্ঞরা বলছেন, একেবারেই ঠিক নয়। এতে পেট খারাপ তো হবেই। পাশাপাশি শরীর খারাপও হতে পারে। (Wikipedia)
6/6অ্যালকোহলের সঙ্গে চিকেন বেশি পরিমাণে খাওয়া ঠিক নয়। এর মদ্যে প্রোটিন বেশি থাকে। যা হজম হতে অনেক সময় লাগে। পাশাপাশি চিকেন রক্তে অ্যালকোহলের পরিমাণ বাড়িয়ে দেয়। এটি আরও ক্ষতিকর। (Wikipedia)