Drug resistant bacteria: বাঘা বাঘা ওষুধেও কিচ্ছু হয় না এদের। ভয়ানক ব্যাকটেরিয়ার খোঁজ পেলেন বিজ্ঞানীরা। এদের সংক্রমণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।
1/6মারাত্মক প্রজাতির ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেল আন্দামানে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের তিনটি জেলার পাখি থেকে নমুনা সংগ্ৰহ করেছিলেন বিজ্ঞানীরা। সেই নমুনা থেকেই এই তথ্যের হদিশ মিলল এবার। (Freepik)
2/6এই নমুনাগুলির কিছু স্ট্রেন মানুষের মধ্যে মারণরোগ ঘটানোর জন্য দায়ী। সেই তালিকায় রয়েছে এসকেরেকিয়া কোলি, সালমোনেলা এন্টেরিকা, ক্লেইবসিয়েল্লা নিউমোনি। এই ব্যাকটেরিয়াগুলি নিউমোনিয়া, ডায়রিয়া ও টাইফয়েডের জন্য দায়ী। (Freepik)
3/6এই রোগগুলি তো পরিচিত। তাহলে ভয়ের কী আছে? সেন্ট্রাল আইল্যান্ড এগ্ৰিকালচারাল রিসার্চ ইউনিটের প্রধান বিজ্ঞানী জয় সুন্দর বলেন, এই ব্যাকটেরিয়ার কিছু স্ট্রেন ওষুধকেও পাত্তা দেয় না। অর্থাৎ ওষুধে এদের কোনও ক্ষতি হয় না। (Freepik)
4/6বাঘা বাঘা ওষুধকেও রীতিমতো বুড়ো আঙুল দেখাতে জানে এই স্ট্রেন। সেই স্ট্রেনই রয়েছে নিকোবর ও কিছু দেশীয় পাখির শরীরে। নিকোবর দ্বীপের আদিবাসীরা সেগুলি পোষেন। (Freepik)
5/6ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব ফিশারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ও সেন্ট্রাল আইল্যান্ড এগ্ৰিকালচারাল রিসার্চ ইউনিট যৌথভাবে এই গবেষণা করে। আন্তর্জাতিক পত্রিকা ফ্রন্টিয়ার অফ ভেটেরিনারি সায়েন্সে এই গবেষণা প্রকাশিত হয়। (Freepik)
6/6এই গবেষণার সঙ্গে জড়িত রিসার্চ স্কলার স্নেহা ভৌমিক বলেন, ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পাঁচটি আলাদা প্রজাতির পাখির সোয়াব সংগ্ৰহ করা হয়েছে। সব মিলিয়ে মোট ১৯৯টি নমুনা সংগ্রহ করা হয়। তার ভিত্তিতেই এই ফল। (Freepik)