Relationship tips: কথায় কথায় স্ত্রী আপনার উপর বিরক্ত হন? প্রায়ই চুপ করে যেতে বলেন? ওর এমন করার কারণটা হয়তো বুঝতেই পারছেন না আপনি!
1/6সংসারে অল্প স্বল্প খিটিমিটি তো লেগেই থাকে। কিন্তু স্ত্রী মাঝে মাঝেই আপনার উপর বেশ বিরক্ত হন। আপনার কোনও কথা শুনে আপনাকে চুপ করতে বলেন। জেনে নিন কেন এমন হচ্ছে। (Freepik)
2/6ভুল বোঝাবুঝি: স্ত্রী যা বলছে, আপনি হয়তো তা বুঝতেই পারছেন না। ওর মতো করে ভাবছেন না ব্যাপারটা। বরং নিজের মতো করে ঘটনাগুলি সাজিয়ে নিচ্ছেন। এতেই বাড়ছে জটিলতা। মতের অমিল হচ্ছে বলে স্ত্রীও পছন্দ করছে না আপনার কথা। (Freepik)
3/6বিশ্বাসের অভাব: কোনও কারণে হয়তো আপনি একটু বেশিই চিন্তা করেন। স্ত্রী ও পরিবারের ভালোর জন্য হয়তো বেশি চোখে চোখে রাখার চেষ্টা করছেন তাকে। আপনার এই স্বভাব ওর খারাপ লাগতেই পারে। তাই এমন করে মাঝে মাঝেই। (Freepik)
4/6সবসময় পিছনে পড়ে থাকা: আপনার সঙ্গিনী হলেও তার নিজের কিছু চাওয়া পাওয়া আছে। নিজের মতো করে সময় কাটানোর ইচ্ছে আছে। ও কী করছে, কোথায় যাচ্ছে, কী খাচ্ছে, এসব খোঁজ করতে গিয়ে ওর স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন না তো? এতে কিন্তু সমস্যা বাড়ে। (Freepik)
5/6মতামতকে প্রাধান্য না দেওয়া: যেকোনও বিষয়ে নিজের মতকেই বেশি প্রাধান্য দিচ্ছেন? সম্পর্কে থাকতে গেলে একটু মানিয়ে নিতে হয়। স্ত্রী-এর মতকেও মাঝে মাঝে গুরুত্ব দিন। দেখবেন, সমস্যা কমেছে অনেকটাই। (Freepik)
6/6সময় কম দিচ্ছেন: পরিবারের সব বিষয়েই আপনার নজর আছে। সে জন্য উদয়াস্ত খাটছেনও। কিন্তু পুরনো ভালোবাসা আর উষ্ণতা হয়তো হারিয়ে যাচ্ছে। সে কারণে স্ত্রীয়ের বিরক্তি আসা স্বাভাবিক। এর জন্য মাঝে মাঝে সিনেমা দেখতে যাওয়া ভালো। (Freepik)