WhatsApp new feature: হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে রয়েছে দারুণ চমক। এবার ফটো থেকেই স্টিকার বানানো যাবে। কীভাবে জেনে নিন।
1/5হোয়াটসঅ্যাপে এখন নানারকম ফিচার এসে গিয়েছে। সেগুলির ব্যবহার করে মাঝে মাঝেই চমক দেওয়া যায় প্রিয়জনকে। তেমন যদি ফটো দিয়েই স্টিকার বানিয়ে তাঁকে পাঠানো যেত, কেমন হত? চলুন জেনে নেওয়া যাক, কীভাবে ফটোকে স্টিকারে পাল্টাবেন। (Wikipedia)
2/5আগে হোয়াটসঅ্যাপে এত ফিচার না থাকলেও ২০১৮ সাল থেকে নতুন নতুন ফিচার আসতে শুরু করে। এতদিন ফটো দিয়ে স্টিকার বানাতে আলাদা অ্যাপ লাগত। (Wikipedia)
3/5তবে নতুন আপডেটে আর অন্য অ্যাপ ব্যবহার করতে হবে না। হোয়াটসঅ্যাপ দিয়েই এই কাজ করা যাবে। জেনে নিন কীভাবে করবেন। (Wikipedia)
4/5এর জন্য প্রথমে আপনার আইফোনের ফটো অ্যাপটা খুলতে হবে। নির্দিষ্ট ফটোটি এবার বেছে নিন। তারপর ফটোটি খুলুন। (Wikipedia)
5/5ফটোটির উপর কিছুক্ষণ প্রেস করে রাখলে দেখবেন সাবজেক্টটা চলে গিয়েছে। এবারে সেটাকে টেনে বসিয়ে দিন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ নিজে থেকেই তাকে স্টিকার বানিয়ে দেবে। (Wikipedia)