বাংলা নিউজ >
ছবিঘর >
দেশের সীমান্ত সুরক্ষায় BSFকে ঢেলে সাজাতে আসছে এই বিশেষ কন্টেনার, জানেন এর বিশেষত্ব কী?
দেশের সীমান্ত সুরক্ষায় BSFকে ঢেলে সাজাতে আসছে এই বিশেষ কন্টেনার, জানেন এর বিশেষত্ব কী?
Updated: 03 Jul 2022, 03:53 PM IST
লেখক Sritama Mitra
শীতে বিএসএফের ফরোয়ার্ড পোস্টে খুবই ঠাণ্ডা থাকে। মা...
more
শীতে বিএসএফের ফরোয়ার্ড পোস্টে খুবই ঠাণ্ডা থাকে। মাঝে মাঝেই তাপমাত্রা মাইনাস ৩০ থেকে মাইনাস ৪০ এ চলে যায়। এই সময় ঠাণ্ডায় বিএসএফ জওয়ানদের সুস্থ রাখতেই এই অল ওয়েদার কন্টেনার ব্যবহার করা হয়।
1/5দেশের সুরক্ষায় সদা জাগ্রত দেশের বিএসএফ জওয়ানরা। এবার বিএসঅফকে ঢেলে সাজাতে আসছে অল ওয়েদার কন্টেনার। পাকিস্তান যেভাবে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে বারবার কাশ্মীর সীমান্তে গোলাবর্ষণ করে। তার দিকে নজর রেখেই এই নয়া কন্টেনার আনা হচ্ছে। (Representative Image/HT File) (ANI )
2/5শীতে বিএসএফের ফরোয়ার্ড পোস্টে খুবই ঠাণ্ডা থাকে। মাঝে মাঝেই তাপমাত্রা মাইনাস ৩০ থেকে মাইনাস ৪০ এ চলে যায়। এই সময় ঠাণ্ডায় বিএসএফ জওয়ানদের সুস্থ রাখতেই এই অল ওয়েদার কন্টেনার ব্যবহার করা হয়। (ANI Photo) (ANI )
3/5৫০ কোটি টাকা ব্যায়ে এই কন্টেনার জওয়ানদের সুবিধার জন্য করা হয়েছে। বাইরের তাপমাত্রা খুব কম হলেও কন্টেনারের ভিতরে থাকা জওয়ানের কষ্ট হবে না। (PTI photo) (ANI )
4/5এই বিশেষ কন্টেনারের মধ্যে থাকবে রান্না করার জায়গা ও টয়লেট। ফলে এই কন্টেনার বাইরের গোলাবর্ষণ থেকেও এদের ঢালের মতো সাহায্য করবে। কন্টেনারের বাইরে যেতে হবে না জওয়ানদের। ফলে পাকিস্তান পোস্ট থেকে দেখাও যাবে না কোনও ভারতীয় জওয়ানকে। (PTI photo) (ANI )
5/5১১৫ টি এমন কন্টেনার তৈরি হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই কন্টেনার এতটাই হালকা যে এদের এক জায়গা থেকে অন্য জায়গাতেও নিয়ে যাওয়া যায়। (PTI photo) (ANI )