৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অন্দরমহল থেকে নানান মুহূর্তের ছবি পোস্ট করলেন ভারতীয় ভারতীয় বংশোদ্ভূত ইউটিউবার লিলি সিং। রাম চরণ, গুনীত মঙ্গা, চন্দ্রবোস এবং মালালা ইউসুফজাই সহ অন্যান্য তারকাদের সঙ্গে দেখা করেছেন তিনি।
1/9৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অন্দরমহল থেকে নানান মুহূর্তের ছবি পোস্ট করলেন ভারতীয় ভারতীয় বংশোদ্ভূত ইউটিউবার লিলি সিং। রাম চরণ, গুনীত মঙ্গা, চন্দ্রবোস এবং মালালা ইউসুফজাই সহ অন্যান্য তারকাদের সঙ্গে দেখা করেছেন তিনি।
2/9এই ছবিতে রামচরণের সঙ্গে দেখা যাচ্ছে লিলিকে।
3/9অস্কারজয়ী গীতিকার চন্দ্রবোসের সঙ্গে লিলি সিং।
4/9মালালা ইউসুফজাই এবং তাঁ স্বামী আসের মালিকের সঙ্গে লিলি।
5/9মার্কিন অভিনেত্রী স্টেফানি হু-র সঙ্গে লিলি সিং।
6/9ভেনেসা হাজেনস, অ্যাশলে গ্রাহামের সঙ্গে লিলি সিং।
7/9সোফিয়া কার্সনের সঙ্গে লিলি সিং।
8/9গুনীত মঙ্গার সঙ্গে লিলি।
9/9প্রসঙ্গত লিলি সিং-এর জন্ম কানাডার টরন্টোয়। লিলির বাবা-মা মালবিন্দর কৌর এবং সুকবিন্দর সিং একসময় ভারতের পঞ্জাব থেকে কানাডায় চলে যান। তারপর সেখানে গিয়ে বসবাস শুরু করেন।