গতকাল রাতে লিওনেল মেসি কানে হাত দিয়ে নিজের গে... more
গতকাল রাতে লিওনেল মেসি কানে হাত দিয়ে নিজের গোল উদযাপন করেন। সেই গোল উদযাপন সবাই দেখেছেন। তবে অনেকেই হয়তো জানেন না এইভাবে গোল উদযাপনের কারণ।
1/6কানে হাত দিয়ে মেসির গোল উদযাপনের কারণ হলেন রোমান রিকেল্মে। ২০০৩ সালে আর্জেন্তিনার ক্লাব বোকা জুনিয়রস ছেড়ে স্পানিশ ক্লাব বার্সিলোনাতে পাড়ি জমিয়েছিলেন এই মিডফিল্ডার। (AFP)
2/6সেই সময়ে রিকেল্মে ছিলেন আর্জেন্তিনার অন্যতম সেরা মিডফিল্ডারের মধ্যে একজন। কিন্তু তিনি যখন বার্সিলোনায় যোগ দেন, তখন তাঁর কোচ লুইস ভ্যান গল তাঁকে দিনের পর দিন বেঞ্চে বসিয়ে রেখেছিলেন। (AFP)
3/6সেই সময় কোনও ম্যাচে গোল কিংবা এ্যাসিস্ট করার পরেও কোচকে সন্তুষ্ট করতে পারছিলেন না রিকেল্মে। অনেকেই মনে করেন, লুইস ভ্যান গলের জন্যই মাত্র ৬ বছরে তাঁকে ইউরোপীয় ফুটবল ছাড়তে হয়েছিল। এরপর আর ফিরে আসতে পারেনি সেই প্রতিভাবান এই মিডফিল্ডার। (AFP)
4/6সেই রিকেল্মেকে স্মরণ করিয়ে দিতেই মেসি গতকাল কানে হাত দিয়ে ভ্যান গলের দিকে ঘুরে গোল উদযাপন করেছিলেন। কারণ রিকেল্মেও এই ভাবেই নিজের গোল উদযাপন করতেন। প্রসঙ্গত, শুধু রিকেল্মে নন, অ্যাঞ্জেল ডি মারিয়া, ফ্যালকাও-এর মতো ফুটবলার ক্যারিয়ার নষ্ট করার জন্যও অনেকেই ডাচ কোচকে দোষ দেন। (AFP)
5/6ম্যাচের আগে লুইস ভ্যান গল বলেছিলেন, মেসিকে আটকে দেবেন। পাশাপাশি তিনি আরও বলেছিলেন, পেনাল্টি শুটআউট হলে লাভবান হবেন ডাচরাই। তবে পেনাল্টি শুটআউটে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যাচ জিতে নেয় আর্জেন্তিনা। মেসিকেও আটকাতে পারেনি ভ্যান গলের বুদ্ধি। এই আবহে ম্যাচ শেষে ডাচ কোচকে তাঁর ‘অপমানের’ যোগ্য জবাব দিলেন আর্জেন্তাইন অধিনায়ক। (AFP)
6/6মেসি এদিন বলেন, ‘ম্যাচের আগে ভ্যান গলের মন্তব্যে আমি অসম্মানিত বোধ করি। এবং কিছু ডাচ খেলোয়াড় খেলা চলাকালীন খুব বেশি কথা বলছিলেন।’ এদিন দেখা যায় ম্যাচ শেষে ডাচ ডাগআউটের দিকে ‘তেড়ে যান’ মেসি। তিনি সেখানে হাত দিয়ে অঙ্গিভঙ্গি করে ডাচ কোচকে কিছু বলেন। ভ্যান গলকে সেই সময় স্তম্ভিত দেখায়। মেসি ভ্যান গলের দিকে যেরকম অঙ্গিভঙ্গি করছিলেন, তা দেখে মনে হচ্ছিল, তিনি বলতে চাইছেন, ‘বেশি কথা বলো না।’ (AFP)