ফের ভারতে আসছেন লিওনেল মেসি! এবার কেরলে খেলবেন চ্যারিটি ম্যাচ! ভক্তদের সঙ্গে হবে দেখা
Updated: 13 Jan 2025, 01:35 PM ISTকেরল, বাংলাসহ ভারতের বিভিন্ন প্রান্তেই লিওনেল মেসির আর্জেন্তিনার ভক্তকুলের সংখ্যা প্রচুর। বিশ্বকাপ আসলেই গোটা ভারত ভাগ হয়ে যায় মেসি-নেইমারে। মারাদোনার দেশের ফুটবল রাজপুত্র নিজের কেরিয়ারের সব থেকে বড় ট্রফি জিতেছেন ২২র বিশ্বকাপে। সেই মেসি চলতি বছরের অক্টোবর মাসে আসবেন কেরলে, থাকবেন সাত দিন।
পরবর্তী ফটো গ্যালারি