নতুন আবগারী নীতি প্রকাশ করল বিজেপি শাসিত হরিয়ানা। শুক্রবার জানানো হয়, মদ বিক্রির উপর আবগারি শুল্ক এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানো হবে করায় গুরুগ্রামে। এর ফলে গুরুগ্রামে আমদানি করা বিদেশি মদের (আইএফএল) দাম জুন থেকে কমার সম্ভাবনা রয়েছে।
1/4এর আগে দিল্লির তরফে ঘোষণা করা হয়েছিল যে ভোর রাত তিনটে পর্যন্ত বার খোলা রাখা যাবে। এর বদলে হরিয়ানার তরফে ঘোষণা করা হয়, সকাল আটটা পর্যন্ত সারা রাত খোলা যাবে বার। তবে সেক্ষেত্রে বার মালিককে বছরে অতিরিক্ত ২০ লাখ টাকা শুল্ক দিতে হবে সরকারকে।
2/4এদিকে গুরুগ্রামে মদের দোকান খোলা রাখা যাবে সকাল আটটা থেকে মধ্যরাত পর্যন্ত। গুরুগ্রাম (পূর্ব)-এর আবগারি ও কর ব্যবস্থার ডেপুটি কমিশনার ভিকে বেনিওয়াল বলেছেন যে নীতির অংশ হিসাবে, বিদেশি মদের ৬০ শতাংশ আবগারি শুল্ক এবং ৪ শতাংশ ভ্যাট কমানো হয়েছে৷
3/4এদিকে ভারতে তৈরি বিদেশি মদের (IMFL) উপর আবগারি শুল্ক এবং ভ্যাট সামান্যই হ্রাস করা হয়েছে৷ তবে শুধুমাত্র ব্লেন্ডারস প্রাইড, টিচারস, ১০০ পাইপারস সহ সীমিত কিছু ব্র্যান্ডের ক্ষেত্রে এই ছাড়৷
4/4বিক্রেতারা বলেছেন যে নয়া নীতির ফলে আমদানি করা স্কচের দাম এক লিটারের বোতলের জন্য ৩০০ থেকে ৪৫০ এবং IMFL হুইস্কির দাম ১৫০ থেকে ৩০০ পর্যন্ত কমতে পারে। এমনকি বিয়ারের ১২ কেসের সেটের দামও ১৫০ টাকার মতো সস্তা হয়ে যাবে।