কেন্দ্রের সঙ্গে নতুন আবগারি শুল্ক নীতি নিয়ে বিরোধের জেরে শনিবার থেকে ১ অগস্ট থেকে শুধুমাত্র সরকার চালিত মদের দোকানগুলিই খোলা থাকবে দিল্লিতে। ডেপুটি মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া শনিবার এই কথা জানান। নয়া আবগারি নীতি লাগু না হওয়া পর্যন্ত তাই রাজধানীতে মদের আকাল দেখা যেতে পারে।
1/4মণীশ সিসোদিয়া বলেন, ‘আমরা নতুন আবগারি নীতি প্রত্যাহার করেছি এবং সরকারি মদের দোকান খোলার নির্দেশ দিয়েছি। আমি মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছি, নয়া নীতি জারি করার আগে যাতে কোনও বিশৃঙ্খলা না হয়।’ উল্লেখ্য, বর্তমানে দিল্লির আবগারি দফতরের ভার রয়েছে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার হাতে।
2/4দিল্লি সরকারের এই নীতির কারণে সোমবার থেকে বন্ধ থাকতে চলেছে ৪৬৮টি বেসরকারি মদের দোকান। এর জেরে রাজধানীতে মদের আকাল দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
3/4মণীশ সিসোদিয়া অভিযোগ করেছেন, ইডি, সিবিআইকে লেলিয়ে দিয়ে নয়া আবগারি নীতিকে সফল হতে দিচ্ছে না কেন্দ্র। সিসোদিয়ার আরও অভিযোগ, গুজরাটের মতো দিল্লিতেও যাতে শুল্কবিহীন দেশি মদ বিক্রি হয়, তাই চায় কেন্দ্র।
4/4গত বছরের শেষের দিকে কেজরিওয়াল সরকার নতুন আবগারি নীতি চালু করেছিল। সেই সময় বেসরকারি দোকানগুলিকে মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। তবে অভিযোগ ওঠে, সেই লাইসেন্স বেআইনি ভাবে দেওয়া হয়েছিল।