অলিম্পিক্সে চতুর্থ স্থানে শেষ করে কোনও ভারতীয় অ্যা... more
অলিম্পিক্সে চতুর্থ স্থানে শেষ করে কোনও ভারতীয় অ্যাথলিট বা ভারতীয় দলের অল্পের জন্য পদক হাতছাড়া করা এই প্রথম নয়। বরং ইতিহাসটা দীর্ঘদিনের। ছবির অ্যালবামে দেখে নেওয়া যাক সেই তালিকা।
1/18১৯২০ অ্যান্তোয়ের্প অলিম্পিক্সে রণধীর সিন্দেশ ফ্রি-স্টাইল কুস্তির ফেদারওয়েট বিভাগে চতুর্থ হন।
2/18১৯৫২ হেলসিঙ্কি অলিম্পিক্সের ফ্রি-স্টাইল কুস্তির ফেদারওয়েট বিভাগে চতুর্থ হন ভারতের মাঙ্গউই শ্রীরঙ্গ যাদব।
3/18১৯৫৬ মেলবোর্ন অলিম্পিক্সের ফুটবলে চতুর্থ স্থান দখল করে ভারত।
4/18১৯৬০ রোম অলিম্পিক্সের ৪০০ মিটারে চতুর্থ স্থানে শেষ করেন মিলখা সিং।
5/18১৯৭২ মিউনিখ অলিম্পিক্সের ফ্রি-স্টাইল কুস্তির ব্যান্টমওয়েট বিভাগে চতুর্থ হন প্রেম নাথ (কুমার)।
6/18১৯৭২ মিউনিখ অলিম্পিক্সের ফ্রি-স্টাইল কুস্তির ফ্লাইওয়েট বিভাগে চতুর্থ হন সুদেশ কুমার।
7/18১৯৮০ মস্কো অলিম্পিক্সের ফ্রি-স্টাইল কুস্তির লাইটওয়েট বিভাগে চতুর্থ হন জগমেন্দর সিং।
8/18১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের ফ্রি-স্টাইল কুস্তির ওয়েল্টারওয়েট বিভাগে চতুর্থ হন রাজিন্দর সিং।
9/18১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের ৪০০ মিটারে চতুর্থ হন পিটি উষা।
10/18২০০৪ অ্যাথেন্স অলিম্পিক্সের টেনিসের মেনস ডাবলসের ব্রোঞ্জ মেডেল ম্যাচে হেরে যান লিয়েন্ডার পেজ ও মহেশ ভূপতি জুটি।
11/18২০০৪ অ্যাথেন্স অলিম্পিক্সের ভারোত্তলনে চতুর্থ হন কুঞ্জরানি দেবী।
12/18২০১২ লন্ডন অলিম্পিক্সের শুটিংয়ে ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে চতুর্থ হন জয়দীপ কর্মকার।
13/18২০১৬ রিও অলিম্পিক্সের শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে চতুর্থ স্থানে শেষ করেন অভিনব বিন্দ্রা।
14/18২০১৬ রিও অলিম্পিক্সের টেনিসের মিক্সড ডাবলসের ব্রোঞ্জ মেডেল ম্যাচে হেরে চতুর্থ হন সানিয়া মির্জা ও রোহন বোপান্না জুটি।
15/18২০১৬ রিও অলিম্পিক্সের জিমন্যাস্টিক্সের ভল্ট ইভেন্টে চতুর্থ হন দীপা কর্মকার।
16/18২০২০ (২০২১) টোকিও অলিম্পিক্সের গল্ফে চতুর্থ হলেন অদিতি অশোক।