Premier League - চেলসিকে হারিয়ে EPL শীর্ষে লিভারপুল! রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ঘাড়ে নিঃশ্বাস সিটির…প্রথম দশে নেই ইউনাইটেড!
Updated: 21 Oct 2024, 10:19 AM ISTশনিবারই বোর্নেমাউথের কাছে হেরে গেছিল আর্সেনাল। রবিবার ম্যাঞ্চেস্টার সিটি এবং লিভারপুল তাঁদের ম্যাচ জেতায়, দুই দলই টপকে গেল আর্সেনালকে। ইংলিশ প্রিমিয়র লিগের শীর্ষে রইল লিভারপুল। দ্বিতীয় স্থানে উঠে এল পেপ গুয়ার্দিওয়ালার ম্যাঞ্চেস্টার সিটি। তৃতীয় স্থানে রইল আর্সেনাল। প্রথম দশে জায়গা হল না ম্যান ইউর।
রুদ্ধশ্বাস ম্যাচে অ্যানফিল্ডে চেলসিকে ২-১ গোলে হারিয়ে দিল মহম্মদ সালাহদের লিভারপুল। আর্নে স্লটের দল ঘরের মাঠে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছিল। তবে অ্যাওয়ে ম্যাচ হলেও বল পজেশন বেশি ছিল চেলসির দখলেই। কিন্তু গোলমুখী শট পাঁচটি নেয় লিভারপুল, আর তার থেকেই দুটি তাঁরা গোলে কনভার্ট করে ফেলে। সেই সুবাদেই জয় নিয়েই মাঠ ছাড়ল লিভারপুল। ৮ ম্যাচ থেকে তাঁদের পয়েন্ট ২১। ছবি- রয়টার্স
(REUTERS) পরবর্তী ফটো গ্যালারি