বাংলা নিউজ > ছবিঘর > Loan Interest Rate Hiked: বছরের শুরুতেই আম জনতার ওপর চাপ বাড়াল ব্যাঙ্কগুলি, শীতের বাজারে পকেটে লাগল আগুন

Loan Interest Rate Hiked: বছরের শুরুতেই আম জনতার ওপর চাপ বাড়াল ব্যাঙ্কগুলি, শীতের বাজারে পকেটে লাগল আগুন

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের তরফে সম্প্রতি ঘোষণা করে তাদের সব ধরনের ঋণে সুদের হার বাড়িয়ে দেওয়া হয়েছে। বেসরকারি খাতের ব্যাঙ্কটি সোমবার এমসিএলআর ১০ থেকে ৩০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এই নতুন হার ১৬ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এদিকে সম্প্রতি এসবিআই সহ বেশ কিছু সরকারি ব্যাঙ্কও ঋণের ওপর সুদের হার বাড়িয়েছে।

অন্য গ্যালারিগুলি