মঙ্গলবার সকালে মুম্বইয়ের বেলাপুর থেকে খারকোপার রুটে লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। খারকোপার স্টেশনে ঢোকার সময় এই দুর্ঘটনাটি ঘটে সকাল ৮টা ৪৬ মিনিটে। যাত্রীদের কেউ গুরুতর আঘাত পাননি বলে জানা গিয়েছে।
1/4জানা গিয়েছে, মুম্বই শহর থেকে প্রায় ৩০ কিমি দূরে অবস্থিত খারকোপার স্টেশনে লোকাল ট্রেনটি প্রবেশ করছিল সকাল ৯টার কিছু আগে। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে এভাবে লোকাল ট্রেনের একাধিক কামরা লাইনচ্যুত হল, সেই কারণ এখনও জাা যায়নি।
2/4দুর্ঘটনায় তিনটি কামরা লাইনচ্যুত হলেও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ট্রেনে থাকা সকল যাত্রী সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়েই রেলের তরফে দ্রুত উদ্ধারকারী দল পাঠানো হয়। পনভেল এবং বন্যান্য জায়গা থেকে একাধিক 'রিলিফ ট্রেন' পাঠানো হয় দুর্ঘটনাস্থলে। সবাইকে উদ্ধার করা হয় সেখান থেকে। লাইন মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে।
3/4এই দুর্ঘটনার জেরে বেলাপুর-খারকোপার-নেরুল লাইনে ট্রেন চলাচল করছে না বলে জানান মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবাজি এম সুতার। তিনি জানান, লাইন মেরামতির কাজ দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে। লাইন মেরামতি সম্পন্ন হলেই ফের একবার এই রুটে ট্রেন চলাচল শুরু হবে। তবে রেল পরিষেবা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে।
4/4এদিকে বেলাপুর-খারকোপার-নেরুল লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও মুম্বইয়ের হারবার লাইনে ট্রেন চলাচল স্বাবাবিক রয়েছে বলে জানান মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবাজি এম সুতার। এদিকে রেল আধিকারিকরা জানান, দুর্ঘটনার কারণ জানার চেষ্টা চলছে। এখনও দুর্ঘটনার কারণ সন্পর্কে স্পষ্ট কোনও ধারণা পাওয়া যায়নি।