হাওড়া ডিভিশনে শক্তিপুর এবং গাংপুর স্টেশনের মধ্যে ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেজন্য রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত হাওড়া ডিভিশনের শক্তিগড় স্টেশন এবং শক্তিগড় ও গাংপুর স্টেশনে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক চলবে। সেজন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। সেজন্য রবিবার (১২ জুন) কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে, তা দেখে নিন -
2/4বর্ধমান থেকে বাতিল ট্রেন: ডাউন ৩৭৮৩৪ ডাউন বর্ধমান-হাওড়া লোকাল এবং ৩৭৮৩৬ ডাউন বর্ধমান-হাওড়া লোকাল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
3/4কোন ট্রেন পুরো দূরত্ব অতিক্রম করবে না? ৩৭৮২৫ আপ হাওড়া-বর্ধমান লোকাল মেমারি পর্যন্ত যাবে। তারপর ডাউন পথে বেলা ১২ টা ৫১ মিনিটে মেমারি থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
4/4বর্ধমান থেকে কামারকুণ্ডুৃ-ডানকুনি দিয়ে ১৩০২৮ ডাউন কবিগুরু এক্সপ্রেসকে (যাত্রা শুরুর তারিখ ১২ জুন) ঘুরিয়ে দেওয়া হবে। সেই ট্রেন দাঁড়াবে কামারকুণ্ডু স্টেশনে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)