বাংলা নিউজ >
ছবিঘর > Local Trains Cancelled from Sealdah & Howrah: বর্ধমান, বনগাঁ, ডায়মন্ডসহ একাধিক রুটে আজ ট্রেন বাতিল শিয়ালদা ও হাওড়া থেকে
Local Trains Cancelled from Sealdah & Howrah: বর্ধমান, বনগাঁ, ডায়মন্ডসহ একাধিক রুটে আজ ট্রেন বাতিল শিয়ালদা ও হাওড়া থেকে Updated: 29 Jan 2023, 09:15 AM IST
Abhijit Chowdhury
আজ, ২৯ জানুয়ারি, রবিবার, দেশজুড়ে ৩৩২টি ট্রেন বাতিল করা হয়েছে। তালিকায় বহু এক্সপ্রেস ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন এবং লোকাল ট্রেন আছে। হাওড়া এবং শিয়ালদা থেকে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে আছ। তাছাড়া পশ্চিমবঙ্গের একাধিক স্টেশন থেকেও আজ ট্রেন বাতিল হয়েছে আজ। 1/7 ০০৭০ নয়াদিল্লি-হাওড়া স্পেশাল, ০৩৫৯৬ আসানসোল জংশন-বোকারো স্টিল সিটি মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ০৩৫৯৩ পুরুলিয়া-আসানসোল জংশন মেমু প্যাসেঞ্জার স্পেশাল, আসানসোল-পুরুলিয়া জংশন মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ০৮৬৪৩, ০৮৬৫৭, ০৮৬৫৯, ০৮৬৬১ আদ্রা-আসানসোল মেমু স্পেশাল; ০৮৬৪৪, ০৮৬৫৮, ০৮৬৬০ আসানসোল-আদ্রা স্পেশাল আজ বাতিল হয়েছে। (PTI) 2/7 ১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, ১২৩৭০ দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস বাতিল আজ। ১২৫২৪ নয়াদিল্লি-নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেস, ১২৫০৬, আনন্দবিহার-কামাখ্যা নর্থইস্ট এক্সপ্রেস, ১২৫০৫ কামাখ্যা-আনন্দবিহার নর্থইস্ট এক্সপ্রেস, ১৩০১৯ হাওড়া-কাঠগোদাম এক্সপ্রেস, ১৩০২৯ হাওড়া-মোকামা এক্সপ্রেস বাতিল আজকে। (PTI) 3/7 তাছাড়া ৩১৪১১ শিয়ালদা-নৈহাটি লোকাল, ৩১৪১৪ নৈহাটি-শিয়ালদা লোকাল, ৩১৭১২ নৈহাটি-রানাঘাট লোকাল, ৩১৭১২ রানাঘাট-নৈহাটি জংশন লোকাল বাতিল হয়েছে আজ। বনগাঁ-শিয়ালদা লোকাল এবং ৩৩৮৬৩ শিয়ালদা-বনগাঁ লোকালও ছুটবে না আজ। ৩৪১১৩ বজবজ-শিয়ালদা লোকাল, ৩৪১১৪ শিয়ালদা-বজবজ লোকালও আজ চলবে না। (PTI) 4/7 এদিকে ৩৪৪১১ শিয়ালদা-সোনারপুর লোকাল, ৩৪৪১২ সোনারপুর-শিয়ালদা লোকাল, ৩৪৫১১ ক্যানিং-শিয়ালদা লোকাল, ৩৪৩৫৪ সোনারপুর-ক্যানিং লোকাল, ৩৪৬১১ বারুইপুর-শিয়ালদা লোকাল, ৩৪৬১২ শিয়ালদা-বারুইপুর লোকাল বাতিল আজ। ৩৪৭১১, ৩৪৭১৫ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লোকাল; ৩৪৭১৪, ৩৪৭১৮ শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল ছুটবে না আজ। ৩৪৮১৫ ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল, ৩৪১৮১ শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল আজ চলবে না। (PTI) 5/7 ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৬০৩৭ হাওড়া-চন্দনপুর লোকাল; ৩৬০৩২, ৩৬০৩৪, ৩৬০৩৬, ৩৬০৩৮ চন্দনপুর-হাওড়া লোকাল বাতিল আছে আজ। এছাড়া ৩৬০১১ হাওড়া-বারুইপাড়া লোকাল, ৩৬০১২ হাওড়া-বারুইপাড়া লোকাল, ৩৬৮১১, ৩৬৮১৩, ৩৬৮২৭, ৩৬৮২৯, ৩৬৮৫১ হাওড়া-বর্ধমান কর্ড লোকাল; ৩৬৮১২, ৩৬৮১৪, ৩৬৮৩৬, ৩৬৮৪০, ৩৬৮৫০ বর্ধমান কর্ড-হাওড়া লোকাল বাতিল হয়েছে আজ। (PTI) 6/7 ৩৭৩১৯, ৩৭৩২৭, ৩৭৩৪৩ হাওড়া-তারকেশ্বর লোকাল; ৩৭৩৩০, ৩৭৩৩৮, ৩৭৩৪৮ তারকেশ্বর-হাওড়া লোকাল বাতিল হয়েছে আজ। তাছাড়া ৩৮৯২৩ হাওড়া-আমতা লোকাল, ৩৮৯২৪ আমতা-হাওড়া লোকাল বাতিল হয়েছে আজ। এছাড়া ৩৭৭৪৬, ৩৭৭৪৮, ৩৭৭৫০, ৩৭৭৫২ কাটোয়া-ব্যান্ডেল লোকাল; ৩৭৭৪৭, ৩৭৭৪৯, ৩৭৭৫১, ৩৭৭৫৩ ব্যান্ডেল-কাটোয়া বাতিল হয়েছে আজ। ৩৭৭৮১ ব্যান্ডেল-বর্ধমান লোকাল, ৩৭৭৮৩ বর্ধমান-ব্যান্ডেল লোকাল বাতিল। (PTI) 7/7 এদিকে মেন লাইনে বর্ধমান থেকে হাওড়াগামী বাতিল লোকাল ট্রেনগুলি হল - ৩৭৮১২, ৩৭৭৮২, ৩৭৮৩৪, ৩৭৮৩৮ এবং ৩৭৮৪২। তাছাড়া হাওড়া থেকে মেন লাইন হয়ে বর্ধমানগামী লোকালগুলি হল - ৩৭৮১৩, ৩৭৮১৭, ৩৭৭৮১, ৩৭৮২৭ এবং ৩৭৮৩৭। অপরদিকে ৩৭৯১১, ৩৭৯১৩, ৩৭৯১৫, ৩৭৯১৭, ৩৭৯১৯, ৩৭৯২১, ৩৭৯২৩ হাওড়া-কাটোয়া; ৩৭৯১৪, ৩৭৯১৬, ৩৭৯১৮, ৩৭৯২০, ৩৭৯২২, ৩৭৯২৪, ৩৭৯২৬ কাটোয়া-হাওড়া লোকাল বাতিল আজ। (PTI) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে অন্য গ্যালারিগুলি