Local Trains Cancelled in Howrah-Burdwan Line: আজ থেকে হাওড়া-বর্ধমান শাখায় বাতিল বহু লোকাল ট্রেন! একনজরে তালিকা
Updated: 19 Aug 2022, 10:52 AM ISTহাওড়া ডিভিশনের রসুলপুর-শক্তিগড় শাখায় কাজ শুরু হতে চলেছে। এই আবহে শনিবার (২০ অগস্ট) থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি রাতে দেড় ঘণ্টা করে হাওড়া-বর্ধমান শাকায় রেল চলাচল বন্ধ থাকবে। ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকার কারণেই রেল পরিষেবা বিঘ্নিত হবে দেড় ঘণ্টা করে। এই আবহে আগামী দুই সপ্তাহের জন্য বহু ট্রেন বাতিল থাকবে এই শাখায়।
পরবর্তী ফটো গ্যালারি