Local Trains cancelled in West Bengal: ব্যান্ডেলে এখনও পুরোপুরি শেষ হয়নি ইন্টারলকিং কাজ। এক নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকবে। সেজন্য আগামী হাওড়া শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে। আজ (৪ জুন) থেকে আগামী ৩ জুলাই পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল রাখা হচ্ছে। কোন কোন ট্রেন বাতিল থাকবে দেখে নিন -
1/5হাওড়া থেকে কোন কোন ট্রেন বাতিল থাকবে? ৩৭২১৩ হাওড়া-ব্যান্ডেল লোকাল, ৩৭৬৫৫ হাওড়া-মেমারি লোকাল এবং ৩৭২৪৭ হাওড়া-ব্যান্ডেল লোকাল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5মেমারি থেকে কোন ট্রেন বাতিল থাকবে? ৩৭৬৫৬ মেমারি-হাওড়া লোকাল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
3/5কাটোয়া থেকে কোন ট্রেন বাতিল থাকবে? ৩৭৭৪৬ কাটোয়া-ব্যান্ডেল লোকাল। (ছবিটি প্রতীকী)
4/5বর্ধমান থেকে কোন ট্রেন বাতিল থাকবে? ৩৭৭৮৪ বর্ধমান-ব্যান্ডেল লোকাল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)