Local Trains Cancelled: কাজ চলবে মেট্রো। সেই জোকা-এসপ্ল্যানেড মেট্রো নির্মাণকাজের জন্য জুলাই এবং অগস্টের একাধিক দিন শিয়ালদা-বজবজ শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। কবে কবে, কোন কোন ট্রেন বাতিল থাকবে, তা দেখে নিন -
1/5জোকা-এসপ্ল্যানেড মেট্রো নির্মাণকাজের জন্য শিয়ালদা-বজবজ শাখায় জুলাই অগস্টে একাধিক দিন এক জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে। জানিয়েছে পূর্ব রেল। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
2/5কতক্ষণ কাজ চলবে? পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রাত ১১ টা ৩০ মিনিট থেকে রাত ৩ টে ৩০ মিনিট পর্যন্ত ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক চলবে। (ফাইল ছবি, সৌজন্যে মেট্রো)
3/5কবে কবে কাজ চলবে? ২১ জুলাই/২২ জুলাই, ২২ জুলাই/২৩ জুলাই, ১৬ অগস্ট/১৭ অগস্ট, ১৭ অগস্ট/১৮ অগস্ট, ১৮ অগস্ট/১৯ অগস্ট এবং ১৯ অগস্ট/২০ অগস্ট কাজ চলবে। (ফাইল ছবি, সৌজন্যে মেট্রো)
4/5কবে কবে ট্রেন বাতিল থাকবে? আগামী ২১ জুলাই, ২২ জুলাই, ১৬ অগস্ট, ১৭ অগস্ট, ১৮ অগস্ট এবং ১৯ অগস্ট একজোড়া ট্রেন বাতিল থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
5/5কোন কোন ট্রেন বাতিল থাকবে? ৩৪১৬৬ শিয়ালদা-বজবজ লোকাল (রাত ১১ টা) এবং ৩৪১৬৫ বজবজ-শিয়ালদা লোকাল (রাত ১১ টা ৫৬ মিনিট)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)