শেষ হতে চলেছে কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো ‘লক আপ’। দেখে নিন কী কী চমক থাকছে দর্শকদের জন্য।
1/5শেষের পথে কঙ্গনা রানাওয়াতের ওটিটি রিয়েলিটি শো ‘লক আপ’। ৭-৮ মে, অর্থাৎ শনি আর রবিবার গ্র্যান্ড ফিনালে। বিজেতে বাড়ি ফিরবেন ২৫ লাখ নিয়ে। যে সমস্ত প্রতিযোগী এবার টিকিট টু ফিনালে জিতে নিয়েছেন তাঁরা হলেন প্রিন্স নারুলা, মুনাওয়ার ফারুকি আর শিবম শর্মা। এছাড়াও পায়েল রোহাতগি, আজমা ফালহা, সায়শা শিন্ডেও থাকছেন ফাইনালে। অলট বালাজি আর এমএক্স প্লেয়ার, দুই প্ল্যাটফর্মেই সাফল্য পেয়েছে ‘লক আপ’। আপনাদের জন্য রইল গ্র্যান্ড ফিনালে নিয়ে কিছু খবর…
2/5‘লক আপ’-এর ফিনালে এপিসোডে করণ কুন্দ্রার সঙ্গে যোগ দেবেন তেজস্বী প্রকাশ। নিসন্দেহে ‘তেজরান’ ভক্তদের জন্য বড় সারপ্রাইজ হতে চলেছে এটি।
3/5‘লক আপ’-এর সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগী মুনাওয়ার ফারুকি। এই কমেডিয়ান ইতিমধ্যেই দর্শক মনে জায়গা করে নিয়েছেন। অনেকেই মনে করছেন, কঙ্গনার শো-র বিজেতা হবেন তিনিই।
4/5যদিও প্রিন্স নারুলার রিয়েলিটি শো জেতার যে রেকর্ড রয়েছে সেটা নিয়ে চিন্তিত মুূনাওয়ারের অনুরাগীরা! প্রিন্স যেকটা রিয়েলিটি শো-তে অংশগ্রহণ করেছেন, জিতে এসেছেন। তা সে ‘বিগ বস’ হোক বা ‘রোডিজ’।
5/5ফিনালে-তে নিজের ছবি ‘ধাকড়’-এর প্রোমোশন করবেন কঙ্গনা বলেই খবর সূত্র মারফত। হাজির থাকছেন বাদশা। সিনেমার নতুন গান সি ইজ অন ফায়ারে পারফর্ম করতে পারেন বাদশা আর কঙ্গনা বলেই শোনা যাচ্ছে। ইউরোপে শ্যুট হওয়া এই ছবি মুক্তি পাচ্ছে ২০ মে।