Lockdown 2.0: চার নয়, রেড জোনে রাজ্যের ১০ জেলা, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
Updated: 01 May 2020, 11:08 AM ISTএতদিন রাজ্যে চারটি রেড জোনভুক্ত জেলা ছিল। বৃহস্পতিবার তা একলাফে বেড়ে হল ১০। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব প্রীতি সুদান সব রাজ্যের মুখ্যসচিবদের যে চিঠি লিখেছেন, তাতে রাজ্যের ১০ টি জেলাকে লাল জোনে রাখা হয়েছে। সেই জেলাগুলি দেখে নিন -
পরবর্তী ফটো গ্যালারি