লোকসভার ফলাফল-হিন্দি বলয়ে আসন কমল বিজেপির, ম্লান তেজস্বী, চাঙ্গা অখিলেশ Updated: 04 Jun 2024, 07:41 PM IST HT Bangla Correspondent গুগল নিউজে আমাদের পড়ুন 1/16 পাঁচে পাঁচ পেল চিরাগ পাসওয়ানের এলজেপি (রামবিলাস)। সবমিলিয়ে এনডিএ ৩০টি ও ইন্ডিয়া নয়টি আসন পেল। কংগ্রেস তিনটি, আরজেডি চারটি ও সিপিআইএমএল দুটি আসন পেয়েছে। নির্দল পাপ্পু যাদবও জিতেছেন। গুগল নিউজে আমাদের পড়ুন 2/16 এবার এনডিএ-র রক্ষাকর্তা একদিকে যদি হয় চন্দ্রবাবু নাইডু অন্যদিকে নীতীশ কুমার। ১৬টিি আসনে লড়ে বারোটি সিট পেয়েছে তারা। জেডিইউ জানিয়েছে তারা অন্য কোনও দিকে যাচ্ছে না, এনডিএতেই থাকবে। বিজেপি পেয়েছে বারোটি আসন। গুগল নিউজে আমাদের পড়ুন 3/16 উত্তরপ্রদেশে জয়জয়কার সমাজবাদী পার্টির। ৩৮ আসন জিতল সপা, সঙ্গী কংগ্রেস জিতল ৬। সবমিলিয়ে ৪৪ আসন পেল তারা। অন্যদিকে বিজেপি ৩২, আরএলডি ২ ও আপনা দল সোনেলাল একটি আসন পেল এনডিএ-র তরফে। সবমিলিয়ে তারা পেল ৩৫টি আসন যেটা গতবারের থেকে ২৯টি কম। গুগল নিউজে আমাদের পড়ুন 4/16 ইন্ডিয়া জোটের প্রত্যাবর্তনের দিনেও হতাশ করলেন তেজস্বী যাদব। ২৩টি আসনে লড়ে আরজেডি এই মুহূর্তে চারটি আসনে এগিয়ে। নটির মধ্যে দুটিতে এগিয়ে কংগ্রেস। ছোটো শরিকরা এগিয়ে দুটি আসনে। অন্যদিকে এনডিএ এগিয়ে ৩২টি আসনে, গতবারেক থেকে সাত কম, তবুও এই ফল স্বস্তিতে রাখবে এনডিএ-কে ও লাইমলাইট ফের নতুন করে পড়ল নীতীশের ওপর। গুগল নিউজে আমাদের পড়ুন 5/16 উত্তরপ্রদেশে ঝড় নয় কার্যত সাইক্লোন ইন্ডিয়া জোটের। ৮০টির মধ্যে ৪৩টি আসনে তারা এগিয়ে দুপুর তিনটের ট্রেন্ডে। পূর্ব উত্তরপ্রদেশে কার্যত সাফ বিজেপি, অখিলেশ গড়েও সপার দাপট, এমনকী পশ্চিম উত্তরপ্রদেশের জাট বেল্টেও আরএলদি থাকলেও হারছে গেরুয়া দল। গুগল নিউজে আমাদের পড়ুন 6/16 এই মুহূর্তে ৮০টি আসনের মধ্যে ৪২টি এগিয়ে ইন্ডিয়া জোট। ৩৭টি আসনে এগিয়ে এনডিএ। অর্থাৎ ২৭টি আসনে পিছিয়ে বিজেপি জোট। স্মৃতি ইরানিও কার্যত হারের মুখে। গুগল নিউজে আমাদের পড়ুন 7/16 আপাতত বিহারে ৪০টির মধ্যে ৩১টি আসনে এগিয়ে এনডিএ। ১৬টি আসনের মধ্যে ১৫টি এগিয়ে নীতীশ কুমারে সংযুক্ত জনতা দল। ফলে আসন হারাচ্ছে মূলত বিজেপি। গুগল নিউজে আমাদের পড়ুন 8/16 বিহারে ২২টি আসনের মধ্যে ১৯টিতে আপাতত এগিয়ে এনডিএ। মাত্র একটিতে এগিয়ে ইন্ডিয়া। দুটিতে অন্যরা এগিয়ে। গুগল নিউজে আমাদের পড়ুন 9/16 উত্তরপ্রদেশে আপাতত ৪০টি আসনে এগিয়ে ইন্ডিয়া জোট, মাত্র ২৮টি আসনে এগিয়ে বিজেপি গুগল নিউজে আমাদের পড়ুন 10/16 এবার কী খেলা ঘোরাতে পারবেন উত্তর প্রদেশের দুই ছেলে রাহুল গান্ধী ও অখিলেশ যাদব। গতবার আরএলডি, বিএসপি ও এসপি একযোগে লড়েছিল। ১৫টি আসন পেয়েছিল তারা। এবার কংগ্রেস ও এসপি ছিল লড়াইয়ে একসঙ্গে। ৬২ আসনে এসপি ও ১৭টি আসনে লড়েছে কংগ্রেস। একটি আসন ছাড়া হয় তৃণমূলের জন্য। গুগল নিউজে আমাদের পড়ুন 11/16 এবার বিজেপি ৭৪টি আসনে লড়ছে। আরএলডি সহ অন্যান্য ছোট দলগুলিকে ছয়টি আসন দেওয়া হয়েছে। গতবার ৭৮-এর মধ্যে ৬২টি জিতেছিল বিজেপি। এবার বড় জয় পেলে নিশ্চিত ভাবে হাত শক্ত হবে যোগী আদিত্যনাথের। গুগল নিউজে আমাদের পড়ুন 12/16 সর্বোচ্চ ৭৯টি আসনে লড়ছে বিএসপি। কিন্তু এক্সিট পোল অনুযায়ী একটি আসনও না জিততে পারে বিএসপি। গুগল নিউজে আমাদের পড়ুন 13/16 বিহারে এবার জমজমাট লড়াই এনডিএ ও মহাগঠবন্ধনের মধ্যে। ৪০টির মধ্যে ১৭টি আসনে লড়ছে বিজেপি, ১৬টিতে জেডিইউ, ৫টি তে চিরাগ পাসওয়ানের এলজেপি (রাম বিলাস), দুটিতে হ্যাম ও একটিতে আরএলপি লড়াইয়ে আছে। গুগল নিউজে আমাদের পড়ুন 14/16 মহাগঠবন্ধনে ২৩টিতে আরজেডি ও নয়টিতে কংগ্রেস লড়াইয়ে আছে। বাকি আসনগুলিতে বামপন্থীরা ও অন্যান্য শক্তিদের জায়গা দেওয়া হয়েছে। এক্সিট পোল অনুযায়ী এবার অনেকটা বেশি আসন পেতে পারে বিরোধীরা। গুগল নিউজে আমাদের পড়ুন 15/16 গতবার বিরোধীরা মাত্র একটি আসন পেয়েছিল। শুধু কংগ্রেস আসন পেয়েছিল, আরজেডি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এবার তেজস্বীর প্রভাব অনেকটা বেড়েছে। দেখা যাক ভোটে তার কী প্রভাব পড়ে। গুগল নিউজে আমাদের পড়ুন 16/16 গত পাঁচ বছরের মধ্যে এনডিএ ছেড়ে ফের আবার ফিরেছেন নীতীশ কুমার। বারবার বলেছেন যে আর তিনি পালটি খাবেন না। বাস্তবে কী হয় এখন সেটাই দেখার। তাঁর গ্রহণযোগ্যতার ওপর কোনও প্রভাব পড়বে কিনা, সেটাই প্রশ্ন। গুগল নিউজে আমাদের পড়ুন