স্বাধীন ভারতের ৭৫ বর্ষপূর্তি আজ। এই সময়কালে দেশে বদলে গিয়েছে প্রায় সবকিছু। ব্যাঙ্কিং ব্যবস্থা থেকে নাগরিক সুযোগ সুবিধা। বদলেছে অর্থনৈতিক গ্রাফ। এই আবহে ৭৬তম স্বাধীনতা দিবসে জানুন ১৯৪৭ সালে মানুষের দৈনন্দিন দীবনের কোন জিনিসের দাম কত ছিল।
1/7১৯৪৭ সালে ১০ গ্রাম সোনার দাম ছিল ৮৮.৬২ টাকা। এদিকে বর্তমানে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৫২ হাজার টাকা। অর্থাৎ ৫৯০ গুণ দাম বেড়েছে সোনার।
2/7১৯৪৭ সালে এক লিটার পেট্রলের দাম ছিল ২৭ পয়সা। এদিকে বর্তমানে কলকাতায় এক লিটারের পেট্রলের দাম ১০৬ টাকা। অর্থাৎ ৩৯২ গুণ দাম বেড়েছে পেট্রলের।
3/7১৯৪৭ সালে ১ লিটার দুধের দাম ছিল ১২ পয়সা। এদিকে বর্তমানে ১ লিটার দুধের দাম ৬০ টাকা। অর্থাৎ ৫০০ গুণ দাম বেড়েছে দুধের।
4/7১৯৪৭ সালে দিল্লি থেকে মুম্বইগামী একটি বিমানের টিকিটের দাম ছিল ১৪০ টাকা। বর্তমানে এই রুটে বিমান ভাড়া ৮ থেকে ১০ হাজার টাকা।
5/7১৯৪৭ সালে একটি সিনেমার টিকিটের দাম ছিল ২৫ পয়সা। বর্তমানে একটি মাল্টিপ্লেক্সে সিনেমার টিকিটের দাম ১৫০ থেকে ৩০০ টাকা।
6/7স্বাধীনতার বছরে মুম্বইয়ে একটি দুই কামরার ফ্ল্যাটের ভাড়া ছিল ৪০ থেকে ৫০ টাকা। সেই ভাড়া বর্তমানে প্রায় ১০০০ গুণ বেড়ে গিয়েছে।
7/7১৯৪৭ সালে ভারতের টাকার দাম মার্কিন ডলারের সমান ছিল। পরে ১৯৯১ সালে আমাদের অর্থনীতি উন্মুক্ত হয়। ক্রমে অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন হয়। বর্তমানে এক ডলার কিনতে গেলে খরচ করতে হবে প্রায় ৮০ টাকা।