২০২২ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার-12-এ লড়াই-এ চড়াই উতড়াই-এর মাধ্যমে সেমিফাইনালে উঠে ছিল ইংল্যান্ড। একটি ম্যাচ বাতিল হওয়া এবং এক ম্যাচে আয়ারল্যান্ডের কাছে পরাজয়ের কারণে ইংল্যান্ডের সেমিফাইলে পৌঁছানোওটা কঠিন মনে হয়েছিল। শেষ ম্যাচ জিতে ইংল্যান্ড শক্তিশালী প্রত্যাবর্তন করে। যার ফলে সেমিফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। এরপরে রোহিতদের হারিয়ে ফাইনালে জায়গা পাকা করে ব্রিটিশরা।
1/6২০২২ আইসিসি টি টোয়েন্টির সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে জিতেছিল ইংল্যান্ড। পাঁচ উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে জিতে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছিল জোস বাটলারদের ইংল্যান্ড। এই ম্যাচে আফগানিস্তান ১১২ রান করে। জবাবে ৫ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করেছিল ইংল্যান্ড। ১০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন স্যান কারান। (ছবি-এএফপি)
2/6তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছিল জোস বাটলাররা। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে আইরিশ দল ১৫৭ রান করে। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। শুরুতেই উইকেট হারায় ইংল্যান্ড। তার পর বৃষ্টি হয়। বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় এবং ডাকওয়ার্থ লুইসের নিয়মে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হারে ইংল্যান্ড। এটা ছিল ২০২২ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম অঘটন। (ছবি-এপি)
3/6তৃতীয় ম্যাচ বৃষ্টির কারণে বাতিল দ্বিতীয় ম্যাচে হারের পর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পয়েন্ট সামন হয়ে যায়। দুই দলের জন্যই ছিল কর বা মরো ম্যাচ। তবে বৃষ্টি ভিলেনের ভূমিকায় অবতীর্ণ হয় এবং ম্যাচটি বাতিল হয়ে যায়। দুই দলকেই এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এর থেকেই অঙ্ক বদলাতে শুরু করে। (ছবি-এএফপি)
4/6নিউজিল্যান্ডকে হারিয়েছে গ্রুপ-১-এ অপরাজিত নিউজিল্যান্ডের সামনে চ্যালেঞ্জ পেশ করল ইংল্যান্ড। সুপার-12-এর এই হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ড নিউজিল্যান্ডকে ২০ রানে পরাজিত করে। সেই সঙ্গে তাদের সেমিফাইনালে ওঠার আশাও বাঁচিয়ে রাখে। (ছবি-এএনআই)
5/6শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলা এই ম্যাচে ইংল্যান্ডের সামনে ছিল শ্রীলঙ্কার চ্যালেঞ্জ ছিল। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৪১ রান করে শ্রীলঙ্কা। জবাবে ইংল্যান্ড ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে জিতে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে। (ছবি-এএফপি)
6/6টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠে ইংল্যান্ড। ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬তম ওভারে কোনও উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে ইংল্যান্ড দল। জোস বাটলার ৪৯ বলে ৮০ রান করেন এবং অ্যালেক্স হেলস ৪৭ বলে ৮৬ রান করেন। ভারতের হয়ে হাফ সেঞ্চুরি করেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। (ছবি-এএফপি)