Low Pressure Rain Forecast: নিম্নচাপের হাত ধরে ভাগ্য ফিরতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার। নয়া সপ্তাহে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। জারি করা হয়েছে সতর্কতা। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, তা দেখে নিন -
1/8সোমবার (৮ অগস্ট) দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির (৭০ থেকে ১১০ মিলিমিটার) সম্ভাবনা আছে। ওই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দুই জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/8সোমবার (৮ অগস্ট) উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কখনও কখনও হাওয়ার বেগ ঘণ্টায় ৪০ কিমিতে পৌঁছানোর সম্ভাবনা আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
3/8মঙ্গলবার (৯ অগস্ট) রাজ্যে বৃষ্টির দাপট বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের (৭০ থেকে ২০০ মিলিমিটার) পূর্বাভাস দেওয়া হয়েছে। ওই দুই জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সেইসঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
4/8মঙ্গলবার (৯ অগস্ট) উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি (৭০ থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। সেইসঙ্গে সব জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
5/8বুধবার (১০ অগস্ট) দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম) বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০ থেকে ২০০ মিলিমিটার) হতে পারে। ওই পাঁচ জেলায় ঘণ্টায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কখনও কখনও হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ঘণ্টায় ৫০ কিমিতে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হাওয়ার বেগ ৬০ কিমিতে পৌঁছাতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/8বুধবার (১০ অগস্ট) হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের (৭০ থেকে ১১০ মিলিমিটার) পূর্বাভাস দেওয়া হয়েছে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সব জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
7/8বৃহস্পতিবার (১১ অগস্ট): পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের (৭০ থেকে ১১০ মিলিমিটার) পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
8/8নিম্নচাপের জন্য সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা গভীর সমুদ্রে আছেন, তাঁদের রবিবারের রাতের মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)