LPG Cylinder Latest Price in Kolkata from 1st April: এপ্রিলে কমল রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম, জানুন কলকাতায় LPG-র দর
Updated: 31 Mar 2025, 11:10 PM IST Abhijit Chowdhury 31 Mar 2025 lpg price, lpg price changes, lpg cylinder price, commercial lpg cylinder price, lpg cylinder price in kolkata, lpg price slash, cooking gas, cooking gas price, cooking gas cylinder price, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম, এপ্রিলে রান্নার গ্যাসের দাম, এলপিজি সিলিন্ডারের দাম, কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম, কলকাতায় এলপিজি সিলিন্ডারের দামএক ধাক্কায় রান্নার গ্যাসের দাম অনেকটাই কমল এপ্রিলের শুরুতে। ৩১ মার্চ এলপিজি সিলিন্ডারের এই রেট সংশোধন করা হয়েছে। তা কার্যকর হবে ১ এপ্রিল থেকে। এরই সঙ্গে আবার ভারতে দুই বছর পর প্রথমবারের জন্য দেশীয়ভাবে উৎপাদিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ানো হয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি