FY22 LPG Subsidy: এই ব্যাপক পতনের পেছনে সুবিধাভোগীর সংখ্যা হ্রাস এবং গ্যাস সিলিন্ডারের ক্রমবর্ধমান দামকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বিশেষজ্ঞরা।
1/5অভাবনীয় হারে পতন। এক ধাক্কায় এলপিজি সিলিন্ডারে ভর্তুকি-র পরিমাণ কমেছে কেন্দ্রের। ২০২০-২১ অর্থবর্ষে ভর্তুকি বাবদ ১১,৮৯৬ কোটি টাকা খরচ হয়েছিল কেন্দ্রের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (HT Photo)
2/5এদিকে ২০২১-২২ অর্থবর্ষে সেটা নেমে ২৪২ কোটি টাকা হয়ে গিয়েছে। লোকসভায় দেওয়া তথ্যে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT Photo)
3/5'দেশে পেট্রোলিয়াম পণ্যের দাম আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল। এমন পরিস্থিতিতেও, সরকার গার্হস্থ্য এলপিজি-র জন্য নিয়মিত মূল্য সংশোধন করে চলেছে,' বৃহস্পতিবার একটি লিখিত উত্তরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি এমনটাই বলেছেন। ফাইল ছবি: এএনআই (HT Photo)
4/5এলপিজি ভর্তুকির খাতে কেন্দ্রের ব্যয়। টেবিল: এইচটি বাংলা (HT Photo)
5/5FY22-তে এই ব্যাপক পতনের পেছনে সুবিধাভোগীর সংখ্যা হ্রাস এবং গ্যাস সিলিন্ডারের ক্রমবর্ধমান দামকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বিশেষজ্ঞরা। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT Photo)