L&T Infotech Share Dividend: শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য গত সপ্তাহটি খুবই খারাপ ছিল। প্রায় সব বিনিয়োগকারীকেই ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছিল এই সময়কালে। চলতি সপ্তাহ অবশ্য কিছু বিনিয়োগকারীদের জন্য সুখবর নিয়ে আনতে পারে। যাঁরা L&T-তে বিনিয়োগ করেছেন, তাঁরা ভালো অঙ্কের ডিভিডেন্ড বা লভ্যাংশ আশা করতে পারেন।
1/5L&T গ্রুপের স্টক ধারাবাহিকভাবে লভ্যাংশ প্রদান করে থাকে তার বিনিয়োগকারীদের। ধারাবাহিকভাবে লভ্যাংশ প্রদান এবং লভ্যাংশ বৃদ্ধি করলে তা কোম্পানির স্থিতিশীলতার প্রমাণ। এই লভ্যাংশ ক্রমাগত আয়ের উৎস হয়ে দাঁড়ায় বিনিয়োগকারীদের জন্য। এবং এতে বিনিয়োগকারীরা এই শেয়ার ধরে রাখার সিদ্ধান্ত নেন।
2/5লারসেন অ্যান্ড টুব্রো ইনফোটেক লিমিটেড ২০২২ সালের ১৯ এপ্রিল বম্বে স্টক এক্সচেঞ্জে ফাইলিংয়ের সময় চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছিল। লারসেন অ্যান্ড টুব্রো ইনফোটেক পরে জানিয়েছে, তাদের বোর্ড অফ ডিরেক্টরস প্রতি ইক্যুইটি শেয়ারে ৩০ টাকার চূড়ান্ত লভ্যাংশ দেওয়ার কথা সুপারিশ করেছে৷
3/5শেয়ারহোল্ডাররা যদি এই ডিভিডেন্ডের সুপারিশে অনুমোদন দেন, তাহলে বার্ষিক সাধারণ সভা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে চূড়ান্ত লভ্যাংশ প্রদান করা হবে। যোগ্য শেয়ারহোল্ডারদের যথাসময়ে এই বিষয়ে অবহিত করা হবে।
4/5সোমবার, ২০ জুন কোম্পানির স্টকের দাম BSE-তে ছিল ৩৯৩১.২০ টাকা। স্টকটি গত ৫২-সপ্তাহে সর্বোচ্চ ৭,৫৮৮.৮০ টাকা এবং ৫২ সপ্তাহে সর্বনিম্ন ৩৭৩৩.৩০ টাকা স্পর্শ করেছে। CMP ৫২ সপ্তাহে উচ্চ পর্যায়ের থেকে ৩৬৫৭.৬০ টাকা কমেছে, ৫২ সপ্তাহের নিম্নতম স্তর থেকে মাত্র ১৯৭.৯ টাকা বেড়েছে।
5/5বাজারের অস্থিরতা কোম্পানির শেয়ারের দামকে খারাপভাবে প্রভাবিত করেছে। গত ১ বছরে শেয়ারটির দাম ৪ শতাংশ কমেছে। বিনিয়োগের মেয়াদের শেষ ৩ মাসে শেয়ারের দামে সবচেয়ে বড় পতন দেখা গিয়েছে। এই সময়কালে প্রায় ৩৪.৫২% দাম কমেছে সংস্থার শেয়ারের। এই সংস্থার শেয়ার গত ৩ বছরে ১২৬.৫৩% এবং ৫ বছরে ৩৯৭.৯৫% রিটার্ন দিয়েছে। তথ্য অনুযায়ী, স্টকটি দীর্ঘমেয়াদী বিনিয়োগে ভালো পারফর্ম করেছে এবং বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিয়েছে।