Lucky and Unlucky Zodiacs: আগামিকাল (১৭ মে) রাশি পরিবর্তন করবেন মঙ্গল। যে গ্রহকে জ্যোতিষশাস্ত্রে ‘গ্রহের সেনাপতি’ হিসেবে বিবেচনা করা হয়। সেই মঙ্গল গ্রহ মীন রাশিতে প্রবেশ করার বিভিন্ন রাশির জীবনে পরিবর্তন আসবে। তিনটি রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। তাঁদের ভাগ্য ভালো থাকবে। কার ভাগ্য কেমন থাকবে, তা জেনে নিন -
1/12মেষ রাশি- মন অশান্ত থাকবে। সংযত থাকুন। পরিবারের সমস্যায় নজর দিন। বাবার সঙ্গ পাবেন। কোনও সম্পত্তি থেকে অর্থ পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
2/12বৃষ রাশি- কথাবার্তায় মাধুর্য থাকবে। মন অশান্ত থাকবে। চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। উন্নতির পথ প্রশস্ত হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)
3/12মিথুন রাশি- আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। ধৈর্য কমবে। মান-সম্মান বাড়বে। চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)
4/12কর্কট রাশি- মন প্রসন্ন থাকবে। লেখালেখি বা গবেষণা সংক্রান্ত কাজে সাফল্য পাবেন। উপহার হিসেবে পোশাক পেতে পারেন। ধর্মীয় কাজে অংশগ্রহণ করার সম্ভাবনা আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/12সিংহ রাশি- আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। মনে শান্তি ও প্রসন্নতা থাকবে। দাম্পত্য জীবনে সুখ বাড়বে। শরীরের দিকে নজর দিন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
6/12কন্যা রাশি- কথাবার্তায় সংযত থাকুন। ব্যবসায় উন্নতি হবে। ব্যবসার কাজে বিদেশযাত্রার যোগ আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
7/12তুলা রাশি- আত্মবিশ্বাসের অভাব থাকবে। মনে দুশ্চিন্তা থাকবে। কর্মক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হবে। বেশি দৌড়ঝাঁপ করতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
8/12বৃশ্চিক রাশি- মন অশান্ত থাকবে। মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন।পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন।। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
9/12ধনু রাশি- মনে দুশিন্তা থাকবে। সংযত থাকুন। স্বাস্থ্যের প্রতি নজর দিন।পরিবারের শান্তি বজায় রাখুন। ব্যর্থ দৌড়ঝাঁপ হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
10/12মকর রাশি- শিক্ষাক্ষেত্রে মনোযোগ থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা ইন্টারভিউয়ে সাফল্য লাভ করবেন। বিদেশযাত্রার যোগ আছে। সম্মান বাড়বে আপনার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
11/12কুম্ভ রাশি- মন প্রসন্ন থাকবে। চাকরিতে উন্নতি হবে। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। গবেষণা সংক্রান্ত কাজে মান-সম্মান বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
12/12মীন রাশি- মন প্রসন্ন থাকবে। পরিবারের কোনও দায়িত্ব পেতে পারেন। আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। ব্যবসায় পরিশ্রম বাড়বে। যাত্রার খরচ বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)