Lucky Zodiac Signs In July 2022: সূর্য আর বুধের সমাগমে কুম্ভ রাশির জাতক জাতিকারা পাবেন সুসময়। এই রাশির জাতক জাতিকারা যেকোনও মঙ্গলকাজ করতে পারেন এই সময়ে। ধনরাশি লাভের সম্পূর্ণ যোগ থাকবে এই দিনে।
1/8রাত পোহালেই রথযাত্রা। জুলাই মাসের প্রথম দিনেই রথযাত্রা ঘিরে কার্যত সাজো সাজো রব। আর রথযাত্রার দিনই শুরু হয়ে যাবে দুর্গাপুজোর প্রস্তুতির প্রথম পর্ব। উৎসবের এই আমেজ শুরু হতেই ৪ রাশির ভাগ্যে রয়েছে শুভ সময়।
2/8রথযাত্রা শুরুর (সোজা রথ) পর ৭ জুলাই সূর্যদেব ও বুধ মিথুন রাশিতে একযোগে অবস্থান করতে চলেছেন। যার প্রভাব ১২ রাশিতে পড়লেও সবচেয়ে বেশি পড়তে চলেছে বিশেষ ৪ রাশিতে।(ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/8৭ জুলাই বৃষ রাশি ছেড়ে বুধ বুধ প্রবেশ করছে মিথুনে। আর এই রাশিতে সূর্যদেব প্রথম থেকেই বসে রয়েছেন। ফলে এই সংযোগের ফলে বিভিন্ন রাশিতে শুভ প্রভাব পড়তে শুরু করবে।
4/8মনে করা হয়, সূর্য হলেন পিতা মাতা, সম্মান, সাফল্য, উচ্চ সেবার 'কারণ'। আর বুধের হাত ধরে বৃদ্ধি পায় বুদ্ধি, তর্ক, সংবাদ, গণিত, চাতুর্য, মিত্রতার বিভিন্ন দিক। ফলে এই দুই গ্রহের সমাগমে ৪ টি রাশির শুভ সময় শুরু হতে চলেছে।(ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/8কুম্ভ- সূর্য আর বুধের সমাগমে কুম্ভ রাশির জাতক জাতিকারা পাবেন সুসময়। এই রাশির জাতক জাতিকারা যেকোনও মঙ্গলকাজ করতে পারেন এই সময়ে। ধনরাশি লাভের সম্পূর্ণ যোগ থাকবে এই দিনে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
6/8বৃশ্চিক- সোজা রথের পর থেকেই ভাল সময়। ৭ জুলাইয়ের পর জমি, বাড়ি, গাড়ি কেনার ভাল সময়। তবে কোনও বিনিয়োগের ক্ষেত্রে আগে দু'বার ভাবতে হবে।(ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
7/8ধনু- ধনু রাশির জন্য জুলাই মাসের ৭ তারিখের পর থেকে খুবই ভাল সময়। বহুদিনের পরিশ্রমের ফল পাবেন এই রাশির জাতক জাতিকারা। যে কষ্ট এতদিন ধরে করেছেন তা সরে গিয়ে আসবে ভাল সময়। (ছবিটি প্রতীকী, দীপক সান্তা/হিন্দুস্তান টাইমস)
8/8মিথুন- এই সময়কাল মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে খুবই ভাল। বহু দিন ধরে যে স্বপ্ন দেখছেন তা পূরণ হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে গেটি ইমেজস)