Lucky Zodiacs for 5th June 2022: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহ-নক্ষত্রের উপর সব রাশির জাতকদের ভাগ্য নির্ভর করে। কোনও কোনও রাশির জাতকদের সময় ভালো কাটে। কেউ কেউ আবার কিছুটা সমস্যায় পড়েন। সেভাবেই রবিবার (৫ জুন) কোন রাশির জাতকদের সময় কেমন কাটবে, তা দেখে নিন।
1/4মিথুন রাশি- কাজের প্রতি প্রবল উৎসাহ থাকবে। ধর্মের প্রতি আকর্ষণ বাড়বে। মায়ের সহযোগিতা লাভ করবেন। মায়ের থেকে অর্থ লাভ করবেন। কোনও বন্ধুর আগমন হতে পারে। গবেষণা সংক্রান্ত কাজে অর্থ উপার্জন হতে পারে। চাকরিতে বদলির সম্ভাবনা আছে।
2/4কর্কট রাশি- ব্যবসার বহর বাড়বে। ভাইয়ের সহযোগিতা পাবেন। বাড়িতে মাঙ্গলিক কাজ হবে। উপহার বাবদ জামাকাপড় পেতে পারেন। চাকরিতে পরিবর্তন হবে। অন্যত্র যেতে হতে পারে। ব্যবসায় লাভবান হবেন। মায়ের সান্নিধ্য লাভ করবেন। চাকরিতে অফিসারদের সহযোগিতা লাভ করবেন।
3/4সিংহ রাশি- আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। বাড়িতে সুখ-সমৃদ্ধি বাড়তে চলেছে। মায়ের সান্নিধ্য লাভ করবেন। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা আছে। চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। মায়ের সান্নিধ্য লাভ করবেন। লাভ বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/4কন্যা রাশি- পরিবারের সহযোগিতা মিলবে। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। কোনও পুরনো বন্ধুর সহযোগিতায় আয়ের নয়া দিগন্ত উন্মোচিত হবে। উপহার বাবদ পোশাক পেতে পারেন। দাম্পত্য জীবন সুখকর হবে। আয় বাড়বে।