Lucky Zodiacs from 15th May 2022: হাতে মাত্র কয়েক ঘণ্টা পড়ে আছে। সেই সময়টা অপেক্ষা করলে একাধিক রাশির জাতকদের অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা কেটে যাবে। হাতে আসবে টাকা। পুরোটাই হবে সূর্যদেবের জন্য। যিনি আগামী রবিবার রাশি পরিবর্তন করতে চলেছেন। তার ফলে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
1/7মেষ রাশি- সূর্য আপনার রাশির দ্বিতীয় স্থানে অবস্থান করবেন। আর্থিক দিক থেকে সূর্যের গোচর মেষ রাশির জাতকদের জন্য লাভজনক হবে। তবে এই সময় পরিবারিক সমস্যা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কেরিয়ারের ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। নয়া সম্পত্তি গড়ে তোলার ক্ষেত্রে সফল হবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
2/7বৃষ রাশি- বৃষ রাশির প্রথম স্থানে গোচর করবেন সূর্য। এই সময় চাকরির ক্ষেত্রে উন্নতি লাভ করবেন। ব্যবসায় পরিশ্রমের ফল লাভ করবেন। কেরিয়ারের ক্ষেত্রে সাফল্য লাভ করবেন বৃষ রাশির জাতক। আর্থিক অবস্থা ভালো হবে। পরিবারে আনন্দ থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/7কর্কট রাশি- কর্কট রাশির একাদশ স্থানে গোচর করবেন সূর্য। তার ফলে আপনার আর্থিক অবস্থা ভালো হবে। পদোন্নতি হবে চাকরিতে। ব্যবসায় বিনিয়োগ করলে লাভবান হবেন। মান-সম্মান বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/7সিংহ রাশি- আপনার রাশির দশম স্থানে গোচর করবেন সূর্য। গ্রহের রাজার রাশি পরিবর্তনের ফলে আপনার মান-সম্মান বাড়বে। প্রশংসিত হবেন আপনি। চাকরিতে উন্নতির যোগ তৈরি হচ্ছে। যাত্রারও যোগ তৈরি হচ্ছে সিংহ রাশির জাতকদের জন্য। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/7কন্যা রাশি- আপনার রাশির নবম স্থানে গোচর করবেন সূর্য। এই সময় ভাগ্যের পুরো সহায়তা পাবে। যে কন্যা রাশির জাতকরা চাকরি করেন, তাঁরা নয়া সুযোগ পাবেন। বাড়িতে মাঙ্গলিক কাজকর্ম হতে পারে। ব্যবসায়ীরা মুনাফা লাভ করবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
6/7মীন রাশি- মীন রাশির তৃতীয় স্থানে সূর্যের গোচর হতে চলেছে। এই সময় আপনার আটকে থাকা কাজ পূর্ণ হবে। ঝগড়া মিটিয়ে ফেলতে হবে। চাকরির ভালো সুযোগ পাবেন। ব্যবসায় মোটামুটি ফল লাভ করবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
7/7(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে, এমন দাবি করছে না হিন্দুস্তান টাইমস বাংলা। পুরোটাই জ্যোতিষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে।)