আপাতত মীন রাশিতে অবস্থান করছেন মঙ্গল। গত ১৭ মে রাশি পরিবর্তন করেছিলেন তিনি। আগামী ২৭ মে (সোমবার) পর্যন্ত সেই রাশিতেই থাকবেন গ্রহের সেনাপতি। তার ফলে একাধিক রাশির জাতকরা লাভবান হবেন। হাতে আসবে টাকা। তার ফলে আগামী প্রায় তিন সপ্তাহ কোন কোন রাশির জাতকদের সময় ভালো কাটবে, তা দেখে নিন -
1/5স্বামী বা বউয়ের সঙ্গে ঝগড়া হবে না এই জাতকদের, আগামী ৩ সপ্তাহ হাতে আসবে টাকাও। (ছবিটি প্রতীকী)
2/5মেষ রাশি- কাজের প্রতি উৎসাহ থাকবে। তবে কথাবার্তার ক্ষেত্রে সংযমী থাকতে হবে। ধর্মের প্রতি আগ্রহ বাড়বে। মায়ের সহযোগিতা লাভ করবেন। মায়ের থেকে অর্থ লাভ হতে পারে। কোনও বন্ধুর আগমন হতে পারে। গবেষণা সংক্রান্ত কাজ থেকে অর্থ উপার্জন হতে পারে। চাকরিতে বদলির সম্ভাবনা আছে। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় যাত্রায় যেতে পারে।
3/5বৃশ্চিক রাশি- মায়ের সান্নিধ্য লাভ করবেন। বাড়িতে মাঙ্গলিক কাজ হতে পারে। ভাইয়ের সহযোগিতা পাবেন। তবে অধিক পরিশ্রম করতে হবে। উপহার বাবদ পোশাক পেতে পারেন। চাকরিতে পরিবর্তন হবে। অন্যত্র যেতে হতে পারে। যাঁরা আমদানি-রফতানি সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা লাভবান হবেন। চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সহায়তা পাবেন।
4/5কুম্ভ রাশি- আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। তবে সংযমী থাকতে হবে। বাড়িতে সুখ-সমৃদ্ধি বিরাজ করবে। মায়ের সান্নিধ্য এবং সহযোগিতা লাভ করবেন। আরও বেশি লাভবান হবেন। চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন।
5/5মীন রাশি- আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। পড়াশোনায় আগ্রহ থাকবে। চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা আছে। অন্যত্র যেতে হতে পারে। ভাইয়ের সহযোগিতা পাবেন। তবে অধিক পরিশ্রম করতে হবে। ধর্মীয় কাজে অংশগ্রহণের সুযোগ মিলবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন। দাম্পত্য জীবন সুখী থাকবে।