Lucky Zodiacs till 12th February: কোন রাশির কেমন কাটবে, তা জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কয়েকটি রাশির জাতকদের সময় ভালো কাটবে। কোনও সমস্যা থাকবে না জীবনে। কোন কোন রাশির জাতকদের এরকম ভাগ্য থাকবে, তা জেনে নিন -
1/5আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশিতে থাকবেন সূর্য। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যতদিন মকর রাশিতে থাকবেন সূর্য, ততদিন একাধিক রাশির জাতকরা লাভবান হবেন। তাঁদের জীবনে কোনও সমস্যা আসবে না।
2/5মেষ রাশি- সূর্যের কৃপায় চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা মিলবে। চাকরিতে পরিবর্তনের সুযোগ মিলবে। ব্যবসায় কোনও পরিকল্পনা থাকলে তা সফল হতে পারে। পারিবারিক জীবন সুখকর হবে মেষ রাশির জাতকদের। মায়ের সান্নিধ্য মিলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5মিথুন রাশি- আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন মিথুন রাশির জাতকরা। সূর্যের আশীর্বাদে আয়ের যোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে সাফল্য মিলবে। চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা মিলবে। পারিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
4/5কর্কট রাশি- সূর্যের আশীর্বাদে চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা আছে। মায়ের সহযোগিতা লাভ করবেন। চাকরির জন্য অন্যত্র কোথাও যেতে পারেন। কোনও বন্ধুর আগমন হতে পারে। আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। মায়ের থেকে অর্থপ্রাপ্তি হবে।
5/5বৃশ্চিক রাশি- সূর্যের কৃপায় মন প্রসন্ন থাকবে। আয় বাড়বে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, উচ্চপদস্থ অফিসারদের সহযোগিতা মিলবে। কোনও বন্ধুর সহায়তায় আয়ের পথ প্রশস্ত হবে। পরিবারের সহযোগিতা মিলবে। চাকরিতে উন্নতির পথ প্রশস্ত হবে।