আগামী বুধবার (১৫ জুন) মিথুন রাশিতে প্রবেশ করবেন সূর্যদেব। তারপর এক মাস সেই গ্রহেই থাকবেন। যে গ্রহকে জ্যোতিষশাস্ত্রে চাকরি, উন্নতি, কেরিয়ারের মতো বিষয়ে কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্যের আশীর্বাদে আগামী ১৬ জুলাই পর্যন্ত লাভবান হবেন একাধিক রাশির জাতকরা। কারা কারা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5১৬ জুলাই পর্যন্ত বিনিয়োগে ব্যাপক লাভবান হবেন এই রাশির জাতকদের, বাড়বে স্যালারি। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
2/5বৃষ রাশি- সূর্যের রাশি পরিবর্তনের ফলে বৃষ রাশির জাতকরা লাভবান হবেন। যাঁরা চাকরি করেন, তাঁদের বেতন বৃদ্ধি পাবে। স্বভাবতই বৃষ রাশির জাতকদের আর্থিক অবস্থা ভালো হবে। বিনিয়োগের পরিকল্পনা সফল হবে। লাভবান হবেন। বিনিয়োগের জন্য এটা ভালো সময়।
3/5সিংহ রাশি- সূর্যের গোচরের ফলে লাভবান হবেন সিংহ রাশির জাতকরা। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে শুভ খবর লাভ করবেন। বিনিয়োগ করলে লাভবান হবেন। যাঁরা রাজনীতি করেন, তাঁদের ক্ষেত্রে সময় অনুকূল থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5কন্যা রাশি- কন্যা রাশির জাতকদের জন্য সূর্যের রাশি পরিবর্তন লাভজনক হতে চলেছে। তাঁরা ভাগ্যের সহায়তা পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে সময় ভালো কাটবে। পদোন্নতি হতে পারে। বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে।
5/5তুলা রাশি- ভাগ্যের সহায়তা পাবেন তুলা রাশির জাতকরা। আয় বাড়বে। অর্থলাভের যোগ আছে।