Lucky Zodiacs till October: রবিবার বক্রি হয়েছেন শনি। আপাতত কুম্ভ রাশিতে অবস্থান করছেন। সেখানেই বক্রি হয়েছেন। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত বক্রিই থাকবেন শনি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনি বক্রি হওয়ার ফলে একাধিক রাশির ভাগ্যে কালো মেষ নেমে গেলেও একাধিক রাশির জাতকরা লাভবান হবেন। সেই তালিকায় কারা আছেন?
1/6২৩ অক্টোবর পর্যন্ত এই রাশির কাছে লাভজনক হবেন বক্রি শনি, হবে সব ইচ্ছা পূরণ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/6মেষ রাশি- শনি বক্রি হওয়ায় লাভবান হবেন মেষ রাশির জাতকরা। চাকরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন। চাকরিতে নয়া সুযোগ আসবে। মনের যাবতীয় ইচ্ছাপূরণ হবে।
3/6কর্কট রাশি- লাভবান হবেন কর্কট রাশির জাতকরা। অবিবাহিত জাতকদের নিয়ে ঠিক হতে পারে। বিয়ে ঠিক হবে না যে কর্কট রাশির জাতকদের, তাঁদের প্রেমজীবন আরও মজবুত হবে। ব্যবসায় লাভের যোগ তৈরি হবে। পরিবারে খুশির হাওয়া থাকবে।
4/6সিংহ রাশি- সিংহ রাশির ক্ষেত্রে এই সময়টা মোটামুটি কাটবে। এই সময় কাজ বাধা আসবে। তবে পরিশ্রম করলে সেই বাধা কাটিয়েও উঠতে পারবেন। স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিন ধরে কোনও রোগে ভুগলে তা থেকেও মুক্তি পাবেন। আটকে থাকা কাজ পূর্ণ হবে।
5/6মকর রাশি- শনি বক্রি হওয়ার ফলে লাভবান হবেন মকর রাশির জাতকরা। কেরিয়ারের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। চাকরিতে পদোন্নতি হতে পারে। অর্থলাভের যোগ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। বিবাহিত জীবন সুখকর হবে।
6/6মীন রাশি- অর্থ লাভ হতে পারে মীন রাশির জাতকদের। চাকরিতে নয়া কোনও প্রস্তাব মিলতে পারে। ব্যবসা শুরু করার জন্য এটা ভালো সময়। কর্মক্ষেত্রে উন্নতি হবে।