১৬ মের চন্দ্রগ্রহণ বৃশ্চিক রাশিতে বেশ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন জ্যোতিষবিদরা। ভারতীয় সময় অনুযায়ী, ১৬ মে সকাল ৭ টা ৪০ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণের। এরপর সকাল ১০ টা ২৩ মিনিট পর্যন্ত তা থাকবে। চন্দ্রগ্রহণের প্রভাবে কী কী খারাপ প্রভাবের সম্ভাবনা থাকে দেখে নেওয়া যাক।
1/6চলতি মাসে বছরের প্রথম চন্দ্রগ্রহণ পড়তে চলেছে ১৬ মে। বুদ্ধ পূর্ণিমার দিন এই চন্দ্রগ্রহণের ফলে সাধারণ মানুষের জীবনেও জ্যোতিষ মতে একাধিক প্রভাব পড়তে পারে। ১২ রাশিতে এই প্রভাব পড়বে বলে জানা গিয়েছে। সাধরণত বিভিন্ন প্রচলিত বিশ্বাস ও মত অনুযায়ী চন্দ্রগ্রহণ হলে বহু বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে জীবনে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
2/6তবে জ্যোতিষ মত অনুযায়ী, চন্দ্রগ্রহণ যেহেতু ভারত থেকে দেখা যাবে না, তাই এর সুতককাল পড়ছে না। ভারতে সম্ভাবনা নেই এর খারাপ প্রভাব পড়ার। ১৬ মের চন্দ্রগ্রহণ দেখা যাবে, দক্ষিণ পশ্চিম এশিয়া, দক্ষিণ পশ্চিম ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকার বহু অংশে। এছাড়াও আটলান্টিক ও আন্টার্টিকার বিভিন্ন জায়গায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/6১৬ মের চন্দ্রগ্রহণ বৃশ্চিক রাশিতে বেশ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন জ্যোতিষবিদরা। ভারতীয় সময় অনুযায়ী, ১৬ মে সকাল ৭ টা ৪০ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণের। এরপর সকাল ১০ টা ২৩ মিনিট পর্যন্ত তা থাকবে। চন্দ্রগ্রহণের প্রভাবে কী কী খারাপ প্রভাবের সম্ভাবনা থাকে দেখে নেওয়া যাক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/6চন্দ্রগ্রহণের খারাপ প্রভাব:- জ্যোতিষ মতে মনে করা হয় চন্দ্রগ্রহণ সারা দেশে আবহাওয়ার পরিবর্তন নিয়ে আসে। যার ফলেকোনও রোগ সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়। জ্যোতিষ মতে মনে করা হয় চন্দ্রগ্রহণ হলে, সারা দেশে কোনও না কোনও হিংসার ঘটনা ঘটে যায়। আসতে পারে কোনও বড় দূর্ঘটনার খবর। (ছবি সৌজন্যে পিটিআই)
5/6বুদ্ধ পূর্ণিমায় চন্দ্রগ্রহণের টোটকা: পূর্ণিমা তিথিতে কোনও দরিদ্রকে কিছু দান করলে তা খুবই ভাল ফল দেয়। এমন দিনে ঘরে গঙ্গাজল ছিটিয়ে নিতে পরামর্শ দেন জ্যোতিষবিদরা। গ্রহণের সময় পুজোপাঠ বন্ধ করার পরামর্শ দেওয়া হয়। ফলে চন্দ্রগ্রহণের দিন ঘরের ঠাকুরকে ভুলেও গ্রহণকালে পুজো দেবেন না। এই সময় কিছু খেতে বারণ করা হয়। ছবি : নিজস্ব চিত্র
6/6জেগে ওঠে ওয়্যারউল্ফ- চন্দ্রগ্রহণের দিনেই ওয়্যালউল্ফ সবথেকে ভয়ানক হয়ে ওঠে ও রক্তচোষার মতলবে থাকে বলে অনেকের বিশ্বাস। হ্যারি পটারের গল্পের কথা মনে পড়ছে কি?